Dolphin: রাজ্যেই রয়েছে এত 'ডলফিন'...! দেশের মধ্যে তৃতীয় স্থান বাংলার! সমীক্ষায় যা উঠে এল, সংখ্যাটা জানলে চমকে যাবেন!
- Reported by:Nawab Ayatulla Mallick
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
Dolphin: আমাদের রাজ্যে রয়েছে বিপুল সংখ্যক ডলফিন, সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। ফারাক্কা ব্যারেজ-ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার-গঙ্গাসাগর, ফারাক্কা-বাট্টাংলাড সীমান্তে (ফরাক্কা-বার্ধেশ সীমান্ত), রাজমহল-ফারাকা ব্যারেজ অংশে এই সমীক্ষা চালানো হয়।
দক্ষিণ ২৪ পরগনা: আমাদের রাজ্যে রয়েছে বিপুল সংখ্যক ডলফিন! সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। ফারাক্কা ব্যারেজ-ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার-গঙ্গাসাগর, ফারাক্কা-বাট্টাংলাড সীমান্তে (ফরাক্কা-বার্ধেশ সীমান্ত), রাজমহল-ফারাকা ব্যারেজ অংশে এই সমীক্ষা চালানো হয়। এই সমীক্ষায় বাংলায় ২৩৬৬ কিমি বিস্তৃত ১২ নদীকে ৬২১ দিনের মধ্যে জুড়ে দেওয়া হয়েছিল সমীক্ষার অংশ হিসাবে। শুধুমাত্র গঙ্গা নদীরই ৫৮৪ কিলোমিটার কভারেজ এলাকা ছিল যার মধ্যে।
advertisement
সারা দেশে এই পরিসংখ্যান ছিল ৬,৩২৭ টি ডলফিন, ২৮টি নদী ও আটটি রাজ্যে প্রায় ৮,৫০০ কিলোমিটার জুড়ে এই সমীক্ষা চালানো হয়। তাতেই উঠে এসেছে এই তথ্য। ডলফিনের সংখ্যার নিরিখে রেকর্ড গড়েছে পশ্চিমবঙ্গ। বাংলায় ৮১৫টি নদী ডলফিনের আবাসস্থল রয়েছে। এই ৮১৫টি গাঙ্গেয় ডলফিন নিয়ে বাংলা দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে।
advertisement
বেশ কয়েকবছর ধরে গঙ্গাসাগর থেকে ডায়মন্ড হারবারের হুগলি নদী হয়ে ফারাক্কা পর্যন্ত এই সমীক্ষা চলছিল। সেই সমীক্ষার ফল আসায় খুশি সকলেই। ডলফিন নিয়ে এবার আরও সচেতনতা বৃদ্ধি করতে চলেছে প্রশাসন। এমনিতেই প্রতি বছর ডলফিন নিয়ে সচেতনতা বাড়াতে একাধিক কর্মসূচি পালন করা হয়। এবার থেকে সেগুলি আরও বাড়বে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 08, 2025 8:49 PM IST








