রাঙিয়ে দিয়ে যাও, রঙের উৎসবে মেতে বাংলা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
কথা ছিলে দেখা হবে। ঠিক এ দিনটাতেই দেখা হবে। শাড়ি-পঞ্জাবি কেউই কথা দেয়নি। তবু মনে মনে কথা। জানি দেখা হবে।
#কলকাতা: কথায় কথা বাড়ে। তাই বলছি ছোট্ট করে। দোলে-হোলিতে গলাগলি। রংপলাশের পদাবলি।
কথা ছিলে দেখা হবে। ঠিক এ দিনটাতেই দেখা হবে। শাড়ি-পঞ্জাবি কেউই কথা দেয়নি। তবু মনে মনে কথা। জানি দেখা হবে।
দেখা তো সারাবছরই হয়। তারও তো রঙ আছে। কথা আছে। নাম আছে। গরমে ঘাম আছে। শীতে আছে মাফলার। শ্রাবণে মেঘমল্লার। তবু এ দিনটা আলাদা। এ দিন রংগুলোও যেন নতুন রঙ পায়। নতুন মানে পায়।
advertisement
advertisement
সারা বছরই তো দেখা হয়। কত কত কথা হয়। কথা রঙও ছড়ায়। পথে-মাঠে-ঘাটে। ঘাটের কাছে গেলেই তাঁর কথা। কে যেন প্রশ্ন করে...
বাঁশি বাজানোর অভ্যাস ছিল?
চুরি করে খাওয়ার?
কাছাকাছি কদম গাছ ছিল না? ছিল?
তবে তো গাছতলায় দাঁড়িয়ে থাকারও অভ্যাস ছিল?
রাধিকার সঙ্গে পরিচয় হয়নি?
বাড়িতে জানে?
এ দিনটা জানানোর দিন। রঙ সব জানিয়ে দেয়। মানিকচক থেকে ম্যাডক্স স্কোয়ার। মথুরার দিকে পা বাড়ায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 08, 2020 11:35 PM IST