রাঙিয়ে দিয়ে যাও, রঙের উৎসবে মেতে বাংলা

Last Updated:

কথা ছিলে দেখা হবে। ঠিক এ দিনটাতেই দেখা হবে। শাড়ি-পঞ্জাবি কেউই কথা দেয়নি। তবু মনে মনে কথা। জানি দেখা হবে।

#কলকাতা: কথায় কথা বাড়ে। তাই বলছি ছোট্ট করে। দোলে-হোলিতে গলাগলি। রংপলাশের পদাবলি।
কথা ছিলে দেখা হবে। ঠিক এ দিনটাতেই দেখা হবে। শাড়ি-পঞ্জাবি কেউই কথা দেয়নি। তবু মনে মনে কথা। জানি দেখা হবে।
দেখা তো সারাবছরই হয়। তারও তো রঙ আছে। কথা আছে। নাম আছে। গরমে ঘাম আছে। শীতে আছে মাফলার। শ্রাবণে মেঘমল্লার। তবু এ দিনটা আলাদা। এ দিন রংগুলোও যেন নতুন রঙ পায়। নতুন মানে পায়।
advertisement
advertisement
সারা বছরই তো দেখা হয়। কত কত কথা হয়। কথা রঙও ছড়ায়। পথে-মাঠে-ঘাটে। ঘাটের কাছে গেলেই তাঁর কথা। কে যেন প্রশ্ন করে...
বাঁশি বাজানোর অভ্যাস ছিল?
চুরি করে খাওয়ার?
কাছাকাছি কদম গাছ ছিল না? ছিল?
তবে তো গাছতলায় দাঁড়িয়ে থাকারও অভ্যাস ছিল?
রাধিকার সঙ্গে পরিচয় হয়নি?
বাড়িতে জানে?
এ দিনটা জানানোর দিন। রঙ সব জানিয়ে দেয়। মানিকচক থেকে ম্যাডক্স স্কোয়ার। মথুরার দিকে পা বাড়ায়।
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাঙিয়ে দিয়ে যাও, রঙের উৎসবে মেতে বাংলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement