Dog: পোষ্য কুকুরকে বিষ খাইয়ে খুন করা হয়েছে! নরেন্দ্রপুরের পশুকেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Last Updated:

Dog: নরেন্দ্রপুর থানা এলাকার পুবালী গার্ডেনের একটি পশু কেন্দ্রের বিরুদ্ধে পোষ্য কুকুরকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷

পোষ্য কুকুরকে বিষ খাইয়ে খুন করা হয়েছে! নরেন্দ্রপুরের পশুকেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ   Representative Image
পোষ্য কুকুরকে বিষ খাইয়ে খুন করা হয়েছে! নরেন্দ্রপুরের পশুকেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ Representative Image
নরেন্দ্রপুর: নরেন্দ্রপুর থানা এলাকার পুবালী গার্ডেনের একটি পশু কেন্দ্রের বিরুদ্ধে পোষ্য কুকুরকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনায় ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগকারীরা কুদঘাট এলাকার বাসিন্দা ইতুপর্ণা পাল। তাদের বাড়ির কাছেই ছিল এই পশু রক্ষণাবেক্ষণ সংস্থাটি, পরে সংস্থাটি কয়েকবার স্থান পরিবর্তন করে। বাড়ির পোষ্যের কোনও সমস্যা হলে এখানেই রাখা হত বলে জানান তারা। ৪ঠা ডিসেম্বর তারাও তাদের পোষ্যটিকে ওই কেন্দ্রে রাখেন। কিন্তু পরের দিনই পোষ্যের মৃত্যুর খবর পান—তাও আবার সঠিক সময়ে কেন্দ্রের তরফে কোনও বার্তা ছাড়াই।
advertisement
advertisement
তাদের অভিযোগ, খবর পেয়ে যখন কেন্দ্রটিতে পৌঁছোন, তখনই তারা দেখতে পান পোষ্যটি মৃত। পরে একটি পশুচিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক জানান—বিষ প্রয়োগের ফলেই মৃত্যুটি ঘটেছে। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন ইতুপর্ণা পাল। ঘটনার তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dog: পোষ্য কুকুরকে বিষ খাইয়ে খুন করা হয়েছে! নরেন্দ্রপুরের পশুকেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Next Article
advertisement
Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
  • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

  • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

  • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

VIEW MORE
advertisement
advertisement