Doctor: এবার কলেজ ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত চিকিৎসক! মুর্শিদাবাদ মেডিক্যালে ভয়ঙ্কর অভিযোগ

Last Updated:

Doctor: ইতিমধ্যেই সেই অভিযোগের কপি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও সহ অধ্যক্ষকে পাঠিয়েছেন ওই ছাত্রী।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বহরমপুর: আরজি কর কাণ্ড নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, ঠিক সেই সময় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে এক কলেজ ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ তুললেন এক চিকিৎসকের বিরুদ্ধে। চতুর্থ বর্ষের ওই ছাত্রীর অভিযোগ, গত ৩০ সেপ্টেম্বর আউটডোরে অর্থপেডিক বিভাগে তিনি দেখাতে যান ডাক্তার ওয়াসিম বারির কাছে।
সেই ঘরের মধ্যে তাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন তিনি। ইতিমধ্যেই সেই অভিযোগের কপি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও সহ অধ্যক্ষকে পাঠিয়েছেন ওই ছাত্রী। অভিযোগের কপি ইতিমধ্যেই কলেজের যে বিশাখা কমিটি রয়েছে, সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে তদন্ত করে দেখার জন্য।
advertisement
advertisement
যদিও অভিযুক্ত ওই চিকিৎসক ওয়াসিম বারি বলেন, ”ওই ছাত্রী আমার কাছে গত এক বছর ধরে দেখাচ্ছে। আমাকে সেদিন কয়েকবার ফোন করেছিল। তারপর আউটডোরে আসে। এরপর আমি শুনছি, অভিযোগ করা হয়েছে আমার বিরুদ্ধে। আমি যে কোনও তদন্তের সামনাসামনি হতে রাজি আছি।”
এই বিষয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের এমএসভিপি অনাদি রায়চৌধুরী বলেন, ”আমরা অভিযোগের কপি পেয়েছি। তদন্ত করে দেখছি। এখনই এই ব্যাপারে কিছু বলা যাবে না।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Doctor: এবার কলেজ ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত চিকিৎসক! মুর্শিদাবাদ মেডিক্যালে ভয়ঙ্কর অভিযোগ
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement