Rajeev Kumar: ‘কোনও রকম রেয়াত করা হবে না’! বিকেলে ক্ষোভ প্রকাশ মমতার, সন্ধ্যেয় বৈঠক রাজীবের! কড়া নির্দেশ দিলেন ডিজি
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Rajeev Kumar: বৃহস্পতিবার নবান্নের বৈঠকে পুলিশের একাংশের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই জরুরী বৈঠক ডাকলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
কলকাতা: বৃহস্পতিবার নবান্নের বৈঠকে পুলিশের একাংশের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই জরুরী বৈঠক ডাকলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এদিনের ভার্চুয়াল বৈঠকে বৈআইনি কার্যকলাপে পুলিশকর্মীর যুক্ত থাকা নিয়েও সরব হলেন ডিজি রাজীব কুমার।
বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা সাতটা থেকে ভার্চুয়ালি বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সব জেলার এস পি, সি পি, ডি আই জি, আইজিদের নিয়ে এই ভার্চুয়াল বৈঠক করেন তিনি।
advertisement
advertisement
পুলিশ সূত্রের খবর, বৈঠকে ডিজি জানিয়েছেন, ‘‘বেআইনি কার্যকলাপ বন্ধ করতে হবে। অবৈধ বালি খাদান, পাথর খাদানে অভিযান করতে হবে। বেআইনি কার্যকলাপের সঙ্গে কোনও পুলিশকর্মী যুক্ত গেলে তাদের সাসপেন্ড করতে হবে, প্রয়োজনীয় শাস্তি মূলক পদক্ষেপ নিতে হবে। কোনও রকম রেয়াত করা হবে না। আপনাদের পক্ষ থেকে যা যা করার করুন। ’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2024 9:47 PM IST