Babul Supriyo | Dilip Ghosh: প্রচারে 'না' বাবুলের, দিলীপের মন্তব্যে ফের সাংসদের রাজনীতিতে ফেরা নিয়ে তীব্র জল্পনা

Last Updated:

Babul Supriyo | Dilip Ghosh: বাবুল সুপ্রিয় যাই বলুন না কেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এখনও হাল ছাড়ছেন না। বরং বাবুলকে নিয়ে তাঁর মন্তব্য নতুন জল্পনা তৈরি করেছে।

#কলকাতা: প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি৷ প্রকাশ্যেই জানিয়েছেন, শুধু সাংসদ হিসেবে নিজের কাজ চালিয়ে যাবেন৷ এ হেন বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) নাম ভবানীপুরের উপনির্বাচনের জন্য বিজেপি-র তারকা প্রচারকদের তালিকায় ঠাঁই পেয়েছে। যা দেখে অনেকেরই প্রশ্ন, তাহলে কি আবার মূলস্রোতের রাজনীতিতে ফিরছেন বাবুল? যদিও বাবুল ফের একবার স্পষ্ট করে দিয়েছেন, ভবানীপুরে বিজেপি-র হয়ে প্রচার করবেন না তিনি৷ যদিও বাবুল এমন কথা বললেও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এখনও হাল ছাড়ছেন না। বরং বাবুলকে নিয়ে তাঁর মন্তব্য নতুন জল্পনা তৈরি করেছে। রবিবার ইকোপার্কে মনিংওয়াক কালে দিলীপ ঘোষকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'প্রচার তো শুরু হয়নি এখনও। পার্টিই ঠিক করেছে কাকে কাকে নামাবে প্রচারে। বাকিদের সমস্যা কী আছে, সেটা কথাবার্তা বলা যাবে।'
কিন্তু বাবুল সুপ্রিয় যে জানিয়েছেন, তিনি যাবেন না রাজনৈতিক মঞ্চে? দিলীপের উত্তর, 'উনি (বাবুল) আপনাদেরকে জানিয়েছেন, আমাদের জানাননি। পার্টি একটা সিস্টেমে চলে। পার্টি কথা বলবে সুবিধা অসুবিধা অনুযায়ী। সবাইকে কাজ দেবে।' যদিও কেন্দ্রীয় নেতৃত্ব যে ভবানীপুরের উপনির্বাচনে আসবেন না, তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, 'বাই ইলেকশনে কেন্দ্রীয় নেতৃত্ব আসে না'
advertisement
যদিও তৃণমূলকে যে বিজেপি একইঞ্চি জমি ছাড়বে না, তা স্পষ্ট করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ বলেন, 'আমরা তো জেতার জন্যই লড়ছি।তৃণমূল বলছে আমাদের জামানত বাজেয়াপ্ত হবে। সে তো নন্দীগ্রামেও বলেছিল। বুঝতে পেরেছেন কী হয়েছে। যদি এত দম থাকে, তাহলে সব মন্ত্রীদের পাড়ায় পাড়ায় ঘোড়াচ্ছেন কেন? বসে থাকুন, লোক ভোট দিয়ে দেবে। আমরা লড়ব, লোকের কাছে যাব। সিদ্ধান্ত তো মানুষ দেবে।'
advertisement
advertisement
জাতীয় রাজনীতি নিয়ে তৃণমূল বলছে গুজরাতে যে মুখ্যমন্ত্রীর পরিবর্তন হয়েছে, সেটা বিজেপির অন্তর্কলহ। সেই নিয়ে দিলীপ বলেন, 'আমাদের দলে কী চলছে, ওটা নিয়ে মাথা ঘামাতে হবে না তৃণমূলকে। আজকে পার্টি টাকে বাঁচানোর জন্য পেছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হতে হচ্ছে। জোর করে উপনির্বাচন করাতে হচ্ছে। লোককে লাইনে দাঁড় করাতে হচ্ছে কীসের জন্য? মমতা বন্দ্যোপাধ্যায় একবার রিজাইন করে দেখুন, পার্টিটা থাকে কী না? অন্যের বাড়িতে তাকানোর আগে নিজের বাড়িতে ভালো করে তাকিয়ে দেখুন।'
advertisement
এমনকী ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফের সফর নিয়ে এদিন কটাক্ষ করেন দিলীপ। বলেন, 'কিছু নেতা এখানে জায়গা পাচ্ছেন না, পদ পাচ্ছেন না তাদেরকে ওখানে জায়গা করার চেষ্টা হচ্ছে।'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo | Dilip Ghosh: প্রচারে 'না' বাবুলের, দিলীপের মন্তব্যে ফের সাংসদের রাজনীতিতে ফেরা নিয়ে তীব্র জল্পনা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement