Dilip Ghosh: সৌরভ-অমিত সাক্ষাৎ পূর্বনির্ধারিতই ছিল! দিলীপ ঘোষের মন্তব্যে ফের শোরগোল

Last Updated:

Dilip Ghosh: সৌরভের বাড়িতে অমিত শাহের যাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ''সৌরভ গঙ্গোপাধ্যায় তো রাজনীতিবিদ নন। আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে কোনও জায়গায় যেতে পারেন। বিতর্ক হচ্ছে ঠিকই, কিন্তু অমিত শাহের যাওয়া আগে থেকেই নির্ধারিত ছিল।''

ফের শোরগোল
ফের শোরগোল
#কলকাতা: বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন অমিত শাহ। সেই শাহি-ভোজ সফরের আগে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে জল্পনা উসকে উঠেছে, আদৌ কি সৌরভের বাড়িতে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের সৌরভের বাড়ি যাওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ''আমাদের কাছে খবর নেই এমন কোনও। উনি (অমিত শাহ) যদি যান, তা ব্যক্তিগত ভাবে যাবেন। সমাজের কী কী প্রয়োজন, সেটা জানতেই উনি যাবেন, বিশিষ্টদের সঙ্গে কথা বলা এগুলো জানা হয়। আমাদের দলের এটাই পরম্পরা।'' যদিও শেষমেশ সৌরভের বাড়িতে গিয়ে ডিনার সেরেছেন অমিত শাহ। আর এবার ফের তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ।
কী বললেন তিনি? সৌরভের বাড়িতে অমিত শাহের যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ''সৌরভ গঙ্গোপাধ্যায় তো রাজনীতিবিদ নন। আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে কোনও জায়গায় যেতে পারেন। বিতর্ক হচ্ছে ঠিকই, কিন্তু অমিত শাহের যাওয়া আগে থেকেই নির্ধারিত ছিল।''প্রসঙ্গত, ২০২১ সালে বাংলার বিধানসভা ভোটে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এমন জল্পনা ছড়িয়ে পড়েছিল সর্বত্র। বিজেপি-র তরফে ভিতরে ভিতরে যে সৌরভের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল সেই জল্পনাও শোনা গিয়েছিল। যদিও সেই সময় সক্রিয় রাজনীতির থেকে ক্রিকেটের প্রশাসনিক দায়িত্ব সামলানোকেই বেশি প্রাধান্য দিয়েছিলেন মহারাজ। নিজেকে দূরে রেখেছেন রাজনীতি থেকে।তবে কেন্দ্রের বিজেপি সরকার হোক ও আর রাজ্যের তৃণমূল সরকার, দুই সরকারের সঙ্গেই ভালো সম্পর্ক প্রাক্তন ভারত অধিনায়কের। দিন কয়েক আগেই ইডেনে আইপিএলের ম্য়াচ নিয়ে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। আর এবার রাজ্য সফরে এসে বিসিসিআই প্রেসিডেন্টের বাড়িতে নৈশভোজে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা পদ্ম শিবিরের শীর্ষস্থানীয় নেতা অমিত শাহ।
advertisement
advertisement
এদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা নিয়েও এদিন কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। বলেন, ''ইডির তদন্তে সহযোগিতা করেননি বলে পরোয়ানা জারি হয়েছে। কিছু না করে থাকলে ভয়ের কী আছে।''
advertisement
এদিন মা দিবসে সকল মায়েদের শ্রদ্ধা জানিয়েছেন দিলীপ। বলেছেন, ''সকল মা কে শ্রদ্ধা জানাই। মায়েদের পশ্চিমবঙ্গে সম্মান দেওয়া হয় না। নারীদের কোনও নিরাপত্তা নেই।''
--সাহ্নিক ঘোষ
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: সৌরভ-অমিত সাক্ষাৎ পূর্বনির্ধারিতই ছিল! দিলীপ ঘোষের মন্তব্যে ফের শোরগোল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement