Weather Alert: ভোল বদলাচ্ছে সাইক্লোন অশনি, ১০০ কিলোমিটার অবধি গতিতে বইবে ঝড়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Weather Update: সাইক্লোন উত্তর -উত্তর-পূর্বের দিকে যাবে এবং অন্ধ্র ও ওড়িশার তটভূমির পাশ দিয়ে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরীয় খাঁড়িতে ধ্বংসলীলা শানাবে৷
#কলকাতা: যেরকম ওয়েদার অ্যালার্ট ছিল তার থেকে কোনও আলাদা হল না আন্দামন সাগরে তৈরি ঘূর্ণাবর্ত সাইক্লোন অশনিই (Cyclone Asani) হল৷ দ্রুত শক্তি বাড়াচ্ছে এই সাইক্লোন৷ তবে আইএমডি - আগে যেরকম পূর্বাভাস দিয়েছিল যে অন্ধ্রপ্রদেশ কিম্বা ওড়িশা উপকূলে আছড়ে পড়বে এই সাইক্লোন এখন তারা জানাচ্ছে অশনির মারাত্মক প্রভাব কোনও একটি উপকূলে নয় বরং বঙ্গোপসাগরের পাশ্ববর্তী পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ তিন উপকূলেই পড়বে৷ Photo Courtesy- IMD/ Sattlite Picture
advertisement
IMD -র মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র ওয়েদার আপডেটে (Weather Update) বলেছেন সাইক্লোন উত্তর -উত্তর-পূর্বের দিকে যাবে এবং অন্ধ্র ও ওড়িশার তটভূমির পাশ দিয়ে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরীয় খাঁড়িতে ধ্বংসলীলা শানাবে৷ ১০ মে অবধি এই সাইক্লোন এগোতে থাকবে তারপর সমুদ্র উপকূলের উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগোবে৷ Photo Courtesy- IMD/ Sattlite Picture
advertisement
সোমবার বিকেলে সাইক্লোন অশনির (Cyclone Asani Update) এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার হতে পারে। মঙ্গলবার সকালে এটি অন্ধ্র প্রদেশ ও ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছাবে। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূল বরাবর এর প্রভাব থাকবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। এই সময়ে সর্বোচ্চ গতিবেগ ১০০ কিলোমিটার হতে পারে। সমুদ্রের ভেতর এই অশনি সাইক্লোনের গতিবেগ ১০০ কিলোমিটারের কাছাকাছি থাকলেও উপকূলের স্থলভাগে সেই সময় ঝড়ো হাওয়ার গতিবেগ ৬০ থেকে ৭০ কিলোমিটার হতে পারে। Photo Courtesy- IMD/ Sattlite Picture
advertisement
advertisement
advertisement
আইএমডি ৭ থেকে ৯ তারিখ অসম- মেঘালয় এবং নাগাল্যান্ড -মণিপুর, মিজোরাম, ত্রিপুরা,তে বজ্রবিদদ্যুৎ সহ বৃষ্টি হবে৷ ১০ মে পশ্চিম ও উত্তর পূর্ব বিহার অবধি সব জেলাতেই বৃষ্টি হবে৷ মৌসম বিভাগের খবর অনুযায়ি আঁধি হবে৷ তবে উত্তর পশ্চিম এবং পশ্চিম ভারচে তাপমাত্রা বিভিন্ন এলাকায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস অবধি থাকবে৷ Photo- Representative