Kolkata Book Fair 2022: আপনার গান শুনতে যাব জাগোবাংলার স্টলে, দোলাকে বইমেলায় বললেন দিলীপ

Last Updated:

Kolkata Book Fair: মঙ্গলবার বইমেলার ২৪৫ নম্বর জনবার্তার স্টল উদ্বোধন করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#কলকাতা: রাজনীতিতে যুযুধান তাঁরা। রাজনীতির ময়দানে একে অপরের দিকে বাক্যবান ছুড়ে দিয়েছেন বার বার। তাতে কী! বইমেলায় হঠাৎ দেখা হওয়ায় খোশমেজাজে দেখা গেল বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ও তৃণমূলের সাংসদ দোলা সেনকে। মঙ্গলবার জানবার্তার স্টল উদ্বোধন উপলক্ষে বইমেলায় (Kolkata Book Fair 2022) গিয়েছিলেন দিলীপ ঘোষ। অন্য দিকে জাগোবাংলার স্টলে উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেন। তাঁদের মধ্যে হঠাৎই দেখা হয়ে গেল।
মঙ্গলবার বইমেলার ২৪৫ নম্বর জনবার্তার স্টল উদ্বোধন করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি পরে বিশ্বহিন্দু পরিষদের স্টলেও গিয়েছিলেন। সেই যাওয়ার পথেই পড়ে জাগোবাংলার স্টল। সেখানে ছিলেন দোলা। এ বারে জাগোবাংলার স্টল তৈরি করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা মাথায় রেখে। আকর্ষণীয় স্টলে প্রতিবারের মতো এ বারেও লোকগানের আয়োজন করা হয়েছে। পথে যেতে যেতেই দিলীপ দেখতে পান, স্টলে আছেন দোলা।
advertisement
advertisement
সেই সময়ে হাত নাড়েন দিলীপ। বলেন, দোলা দি, নমস্কার। দিলীপকে দেখে এগিয়ে আসেন দোলা। আমন্ত্রণ জানিয়ে বলেন, স্টলে আসতে। কিন্তু আজ বইমেলায় ঠাসা কর্মসূচি ছিল দিলীপের। তাই দিলীপ পাল্টা বলেন, আজ নয়, অন্য এক দিন আসব। আপনার গান শুনতে আসব এক দিন। দোলাও হাসি মুখে বলেন, নিশ্চয়ই। রাজনৈতিক সৌজন্যের অনন্য ছবি তৈরি হয় মুহূর্তে।
advertisement
পরে একান্তে দিলীপ ঘোষ বলেন, হতে পারে আমরা দুই বিরোধী রাজনৈতিক দলের সদস্য। তবে সাংসদ হওয়ার সুবাদে রাজনীতির বাইরেও দোলা সেনের সঙ্গে আমার আলাপ আছে, কথাবার্তাও হয়। সাধারণ সৌজন্য বজায় রাখা আমার মনে হয় সকলরেই কর্তব্য। উনি আমার বিরোধী রাজনীতির মানুষ হলেও সেই সৌজন্যের জায়গা থেকেই আজ কথা হয়েছে।
advertisement
Arup Dutta
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Book Fair 2022: আপনার গান শুনতে যাব জাগোবাংলার স্টলে, দোলাকে বইমেলায় বললেন দিলীপ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement