'ভাইয়ের এ রকম বীরগতি হবে না তো?' অনুব্রতকে নিয়ে রহস্য বাড়ালেন দিলীপ ঘোষ!

Last Updated:

Dilip Ghosh: বৃহস্পতিবার ইকোপার্কে মর্নিংওয়াক সেরে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ একের পর এক বিষয়ে আক্রমণ শানান তৃণমূলের উদ্দেশ্যে।

অনুব্রতকে কটাক্ষ দিলীপের
অনুব্রতকে কটাক্ষ দিলীপের
#কলকাতা: ফের তৃণমূলকে একহাত নিলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার ইকোপার্কে মর্নিংওয়াক সেরে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ একের পর এক বিষয়ে আক্রমণ শানান তৃণমূলের উদ্দেশ্যে। আসুন, দেখে নেওয়া যাক, কোন বিষয়ে কী বললেন দিলীপ ঘোষ।
পঞ্চায়েত বিরোধীশূন্য করার ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়:
তার আগে যদি ওরাই শূন্য হয়ে যায়, কী হবে ভাবুন তো! যেভাবে সংসদ, বিধায়করা পালাচ্ছে, ঘরবাড়ি ছেড়ে, কে বিরোধী শূন্য করবে? আগে নিজের ঘর সামলান। তারপর বিরোধী নিয়ে ভাববেন।
আগের পঞ্চায়েতে তো গুড় বাতাসা নকুলদানা ছিল, বিরোধী শূন্য হয়ে গেছিল
আমি দুদিন বীরভূম ছিলাম। গিয়ে প্রথমবার মানুষকে হাসতে দেখলাম। খোলা মনে ঘর থেকে বেরোতে দেখলাম। খুশি দেখলাম। আনন্দে দেখলাম। আগের বার গেছিলাম, চায়ের দোকানে চা চক্র করতে দেয়নি। দোকানের ঝাঁপ ফেলে দিয়েছিল। চা বিক্রেতা পালিয়ে গেছিল। এবার লোকে হেসে ডেকে চা খাওয়াল। পরিবর্তন হচ্ছে।
advertisement
advertisement
কেষ্টকে বীরের মর্যাদা মুখ্যমন্ত্রীর
বিহারের লোকেরাও ভেবেছিল লালুকে বীরের মর্যাদা দেবে। কিন্তু জেল থেকে বেরোলে তো দেবে। আমাকে একজন গল্প করেছিল, তার দাদু খুব সাহসী ছিল। সব জায়গায় ঢুকে যেত। একদিন বাঘের খাঁচায় ঢুকেছিল। তারপর? আর বেরোয়নি। ভাইয়ের এ রকম বীরগতি হবে না তো?
advertisement
বাগুইআটি কেস সিআইডি নিতেই তৎপরতা। তাহলে পুলিশ কী করছিল?
সবই গট আপ। যারাই মারছে, তারাই পুলিশকে মারছে। তারাই সুকান্ত মজুমদারকে ঢুকতে বাধা দিচ্ছে। গোটা সমাজের দুর্বৃত্তায়ান হয়ে গেছে। সিবিআই না এলে বোঝাই যেত না এ রাজ্যে পুলিশ বলে কিছু আছে। বহু কেস রাজ্য দেখছিল। কী হয়েছিল সেগুলোর? এখন তৎপরতা বাড়ছে। এখন সিবিআই-এর সঙ্গে কম্পিটিশন করার জন্য সিআইডি নামছে। তাও ভালো। কিছু তো করুন। মানুষ সুবিচার পাক।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'ভাইয়ের এ রকম বীরগতি হবে না তো?' অনুব্রতকে নিয়ে রহস্য বাড়ালেন দিলীপ ঘোষ!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement