#কলকাতা: দিলীপের অভিনন্দনযাত্রায় একলা প্রতিবাদ। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর হাতে সিএএ বিরোধী পোস্টার। দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান। কিছুক্ষণের মধ্যেই আসরে গেরুয়া বাহিনী। ছিঁড়ে ফেলা হয় পোস্টার। ছাত্রীকে হুঁশিয়ারি দিতে ছাড়লেন না দিলীপ ঘোষও।
CAA -এর প্রচারে, বৃহস্পতিবার, পাটুলিতে দিলীপ ঘোষের অভিনন্দন যাত্রা। বিজেপির এই মিছিলে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সুদেষ্ণা দত্তগুপ্তর একলা প্রতিবাদ ৷ ছাত্রীর হাতে পোস্টার। তাতে লেখা দিলীপ ঘোষ গো ব্যাক। নো এনআরসি-নো সিএএ- নো এনপিআর। দিলীপের মিছিল শুরুতেই আটকে দেয় পুলিশ। তখনও সুদেষ্ণা পোস্টার হাতে দাঁড়িয়ে। সংবাদমাধ্যমের সামনে সবে মুখ খুলেছেন। তখনই হাজির গেরুয়া বাহিনী। সিএএ বিরোধী পোস্টারটি তাঁরা ছিঁড়ে দেন। শুরু হয়ে যায় জয় শ্রী রাম স্লোগান।
দিলীপ ঘোষ অবশ্য একজন পড়ুয়াকেও হুমকি দিতে ছাড়েননি। বলেন, ‘ওর চোদ্দ পুরুষের ভাগ্য ভাল আর কিছু করা হয়নি ৷ পোস্টার ছিঁড়ে ছেড়ে দেওয়া হয়েছে ৷’ দিলীপের অভিনন্দনযাত্রায় টার্গেট একজন পড়ুয়া। সমালোচনায় সরব সিপিএম-তৃণমূল। সিএএর বিরোধিতায় দেশের নানা প্রান্তেই পথে পড়ুয়ারা। এবার সেই প্রতিবাদের আঁচ দিলীপ ঘোষের অভিনন্দনযাত্রাতেও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anti CAA, BJP, BJP Abinandan Rally, BJP Leader Dilip Ghosh, BJP rally, CAA protest, Dilip Ghosh