Dilip Ghosh News: 'ষড়যন্ত্র হয়েছে', বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের! বিজেপি নেতার নিশানায় 'বহিরাগত শক্তি'!
- Published by:Suman Biswas
- Reported by:Susmita Mondal
Last Updated:
Dilip Ghosh News: 'Gen Z' বিপ্লবে উত্তাল নেপাল, নেপথ্যে কি 'বহিরাগত শক্তি'? চাঞ্চল্যকর দাবি দিলীপ ঘোষের।
কলকাতা: Gen Z বিপ্লবে উত্তাল নেপাল। প্রবল চাপের মুখে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নেপালের পরিস্থিতি চিন্তা বাড়িয়েছে ভারতেরও। বুধবার সকালে প্রাতঃভ্রমণে গিয়ে নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। তিনি বলেন, ‘অন্তর্নিহিত সমস্যা তো রয়েছে। তবে বহিরাগত শক্তির হাতও রয়েছে।”
গত ৪ সেপ্টেম্বর নেপালে নিষিদ্ধ হয় ফেসবুক, ইউটিউব, এক্স-সহ প্রায় সব ধরনের সোশাল মিডিয়া। সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ, তারা নেপাল প্রশাসনের সঙ্গে সরকারিভাবে নথিবদ্ধ হয়নি। সাতদিনের ডেডলাইন দিলেও তা মানেনি ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটিও। তাই এই কড়া সিদ্ধান্ত নেয় কাঠমান্ডু সরকার। এমন সিদ্ধান্তেই বেজায় ক্ষেপেছে নেপালের ‘জেন জি’। সোমবার হাজার হাজার মানুষ কাঠমান্ডুর রাস্তায় নেমে প্রতিবাদ দেখান। রাতের মধ্যে তা হিংসাত্মক চেহারা নেয়। এরপর মঙ্গলবার আন্দোলনের ঝাঁজ আরও বাড়ে। এই পরিস্থিতিতে জনরোষের মুখে পড়ে ইস্তফা দিতে বাধ্য হন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।
advertisement
advertisement
নেপালের পরিস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ভারত। বুধবার সকালে প্রাতঃভ্রমণে গিয়ে এ নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বললেন, ” গত ৫-৭ বছরে ভারতের বিভিন্ন পড়শি দেশে এরকম পরিস্থতি হয়েছে। এর পিছনে অন্তর্নিহিত শক্তির পাশাপাশি বহিরাগত শক্তিরও হাত রয়েছে। এর জেরে দেশগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ছে। আমাদের দেশেও প্রভাব পড়বে।”
advertisement
সীমান্ত পেরিয়ে নেপাল থেকে মানুষ ভারতে ঢুকবে, সেই আশঙ্কাও প্রকাশ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “দ্রুত শান্তি ফিরুক।” দিলীপ ঘোষ বলেন, এই অস্থিরতার পেছনে অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি বহিরাগত শক্তির ইন্ধন রয়েছে। তিনি আরও বলেন, এর ফলে সেই দেশগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে এবং এর প্রভাব ভারতেও পড়তে পারে। সীমান্ত পেরিয়ে মানুষ ভারতে প্রবেশ করতে পারে এমন আশঙ্কার কথাও তিনি বলেন। সঙ্গে নিরাপত্তার বিষয়েও নজরদারি বাড়ানোর কথা বলেন দিলীপ ঘোষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 3:05 PM IST