Dilip Ghosh on summer vacation: 'গরমের ছুটি এগিয়ে পড়াশোনা লাটে তোলার চক্রান্ত' মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে কটাক্ষ দিলীপের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ইতিমধ্যেই বিজেপি-র বিধায়ক শঙ্কর ঘোষ দাবি করেছেন, উত্তরবঙ্গের স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার প্রয়োজন নেই৷
#কলকাতা: গরমের ছুটি এগিয়ে আনার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২ মে থেকে রাজ্য সরকারি স্কুলে গরমের ছুটি পড়বে বলে বুধবার নবান্ন থেকে ঘোষণা করেন তিনি৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ৷ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তাঁর প্রশ্ন, 'কোন স্কুলের অভিভাবক এসে মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছেন?? তবু কেন স্কুল ছুটি? আসলে পড়াশোনাটাই তুলে দেওয়ার চক্রান্ত।'
গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ৷ যে কারণে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী৷ শিক্ষা দফতর পরিস্থিতি নিয়ে আলোচনার করার ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী৷
advertisement
ইতিমধ্যেই বিজেপি-র বিধায়ক শঙ্কর ঘোষ দাবি করেছেন, উত্তরবঙ্গের স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার প্রয়োজন নেই৷ যে মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ এ দিন কার্যত দলীয় বিধায়কের পাশে দাঁড়িয়েই দিলীপ ঘোষের মন্তব্য, 'মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ কে বাংলার অংশ মনে করেন না। এজন্যই বারবার এরকম দাবি ওঠে।'
advertisement
কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী৷ তা নিয়েও এ দিন কটাক্ষ করেছেন বিজেপি নেতা৷ রাজ্য সরকার ভ্যাট না কমানোতেই পশ্চিমবঙ্গে পেট্রোল- ডিজেলের দাম বেশি৷ এই নিয়ে রাজ্যকে দায়ী করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের বকেয়া ৯৭ হাজার কোটি টাকা মিটিয়ে দিলেই তিনি পেট্রোল- ডিজেলের উপর থেকে কর কমিয়ে নেবেন৷
advertisement
মুখ্যমন্ত্রীর এই দাবি নিয়ে প্রত্যাশিত ভাবেই কটাক্ষ করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ এ দিন ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গিয়ে বিজেপি নেতার কটাক্ষ, '৯৭ হাজার কোটি টাকার হিসেব এলো কোথা থেকে? ৪৩ হাজার কোটি টাকা চাওয়া হচ্ছে আমফান সহ প্রাকৃতিক বিপর্যয়ের জন্য৷ মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে চড়ে যে খরচ করেছেন সেই খরচ দাবি করছেন।'
advertisement
অন্য রাজ্যের উদাহরণ দিয়ে বিজেপি নেতার আরও কটাক্ষ, 'পার্টির লোককে সরকারি পয়সায় পুষবেন আর সেই টাকা দিল্লি দেবে? অন্য রাজ্য কান্নাকাটি করে না। কেন টাকা নেই টাকা নেই বলে দাবি? খালি মোদিজির টাকায় ফুটানি মারবেন।আর দিল্লির প্রকল্প নিজের নামে চালাবেন। বাংলার মানুষ কি বুঝতে পারে না?'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 29, 2022 8:51 AM IST