Dilip Ghosh: ‘কর্মীদের মনোবল তলানিতে ঠেকেছে!’ নেতৃত্বকে কথা শোনাতে কসুর করলেন না দিলীপ, বিস্ফোরক মন্তব্য!
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
সেদিনই অবশ্য দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সুকান্ত মজুমদার৷ সূত্রের খবর, সেখানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানানোর পাশাপাশি, পঞ্চায়েত ভোটে বিজেপির এমন ফলাপল কেন হল, তা নিয়েও বিস্তারিত রিপোর্ট দেন তিনি৷
কলকাতা: পঞ্চায়েতে কেন ভরাডুবি হল বিজেপির? কেন হারাতে হল জেতা আসন? এবার এ নিয়ে দলীয় বৈঠকেই সুর চড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ সূত্রের খবর, এ নিয়ে রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধেই সমালোচনায় সরব হয়েছেন এই বিজেপি নেতা৷
বিজেপি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে ও রাজ্য সভাপতি সুকান্তর উপস্থিতিতেই বৈঠকেই এবার সরব হলেন দিলীপ৷ একের পর এক প্রশ্নও তুললেন৷ সূত্রের খবর, রাজ্য নেতৃত্বের সামনে দিলীপ প্রশ্ন তোলেন, কেন উত্তর ও দক্ষিণে জয়ী আসনে হারল বিজেপি, কেন কর্মীরা বুথ ছেড়ে বেরিয়ে এলেন, কেন নেতৃত্বরা সাহস জোগাতে পারলেন না৷ কর্মীদের মনোবল তলানিতে ঠেকেছে বলেও নাকি বৈঠকে মন্তব্য করেছেন দিলীপ৷
advertisement
আরও পড়ুন: পুর দুর্নীতির আড়ালে কিসের আঁচ পেল সিবিআই? চলতি সপ্তাহ থেকেই বড় নামেদের তলব, বিরাট পদক্ষেপ!
যদিও, দিলীপের এই মন্তব্য নিয়ে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কী প্রতিক্রিয়া ছিল, তা জানা যায়নি৷ তবে, গত পরশু, অর্থাৎ, শুক্রবারই ট্যুইট করে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন অমিত শাহ৷ শুধুতাই নয়, নিজের ট্যুইটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতাকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন তিনি৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, পাঁচ মাসের মধ্যে সরকার পড়ে যাবে!’, একী বললেন মন্ত্রী! তুমুল শোরগোল
সেদিনই অবশ্য দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সুকান্ত মজুমদার৷ সূত্রের খবর, সেখানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানানোর পাশাপাশি, পঞ্চায়েত ভোটে বিজেপির এমন ফলাপল কেন হল, তা নিয়েও বিস্তারিত রিপোর্ট দেন তিনি৷
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বাংলায় ৩৫৫ ধারা জারি প্রসঙ্গেও বিতর্কে উস্কে দেন বিজেপির রাজ্য সভাপতি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 16, 2023 9:47 PM IST