Shantanu Thakur: ‘গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, পাঁচ মাসের মধ্যে সরকার পড়ে যাবে!’, একী বললেন মন্ত্রী! তুমুল শোরগোল
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এর আগে শুভেন্দু অধিকারীও বলেছিলেন, ‘‘গণতান্ত্রিত ভাবে নির্বাচিত কোনও সরকারকে ফেলে দেওয়া যায় না৷ কিন্তু, যদি কোনও সরকার নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কেন্দ্রকে হস্তক্ষেপ করতেই হয়৷’’
কলকাতা: ‘আগামী পাঁচ মাসের মধ্যে ওদের (তৃণমূল) সরকার পড়ে যাবে৷’ পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই আবারও তৃণমূল সরকার পড়ে যাওয়া নিয়ে ভবিষ্যৎবাণী করে সাড়া ফেলে দিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী৷ এর আগেও খানিক এই ধরনেরই ভবিষ্যৎবাণী শোনা গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে৷ তবে, সেসময় অবশ্য কাউন্টডাউনে কোনও লাভ হয়নি৷
গত শনিবার বনগাঁর গাইঘাটা ফুলশড়া পাঁচপোতায় এলাকায় বিজেপির জয়ী প্রার্থীদের জন্য একটি সংবর্ধনা সভার আয়োজন করেছিল বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি শান্তনু ঠাকুর৷
আরও পড়ুন: ‘আমাকে অ্যারেস্ট করুন!’, ব্যারিকেড ভেঙে এগোলেন নওশাদ, ভাঙড় যাওয়ার পথে তুমুল উত্তেজনা
সেখানেই বক্তৃতা করতে গিয়ে শান্তনু ঠাকুর বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনের আমরা যা ভোট পেয়েছি তার থেকে দশ গুণ ভোট বেশি পাওয়ার কথা ছিল। ’’ তাঁর দাবি, তৃণমূলের নেতাকর্মীদের একাংশের দৌরাত্ম্যেই বিজেপির এই ফল হয়েছে৷ এছাড়, পুলিশ ও নির্বাচন কমিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তিনি৷
advertisement
advertisement

এরপরেই শান্তনু বলেন, ‘‘এরা (তৃণমূল) ভেবে নিয়েছে এরা চিরস্থায়ী। কখনওই এরা চিরস্থায়ী নয়। আগামী পাঁচ মাসের মধ্যে এদের সরকার পড়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি।’’
আরও পড়ুন: বিরোধী-বৈঠকের আগের দিনই বড় আপডেট! কংগ্রেসের ঘোষণায় ‘সন্তুষ্ট’ আপ, মিটবে সমস্যা?
পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের ছবি স্পষ্ট হওয়ার পর থেকেই রাজ্যে ৩৫৫ ধারা জারি করা নিয়ে ফের সুর চড়াতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী৷ হিংসা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির নজির টেনে সেই একই কথা বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও৷
advertisement
শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে বৈঠক সেরে সুকান্ত বলেন, ‘‘মন্ত্রক চিন্তা করবে। বাংলায় যা পরিস্থিতি তাতে যে কোনও মুহূর্তে জারি হতে পারে ৩৫৫৷’’
এর আগে শুভেন্দু অধিকারীও বলেছিলেন, ‘‘গণতান্ত্রিত ভাবে নির্বাচিত কোনও সরকারকে ফেলে দেওয়া যায় না৷ কিন্তু, যদি কোনও সরকার নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কেন্দ্রকে হস্তক্ষেপ করতেই হয়৷’’
advertisement
একের পর এক বিজেপি নেতার এই ধরনের মন্তব্যকে অবশ্য বিশেষ গুরুত্ব দিতে চাইছে না শাসকদল তৃণমূল৷ এদিন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এ প্রসঙ্গে বলেন, ‘‘শুভেন্দু-সহ এই সমস্ত বিজেপি নেতা আসলে দিল্লিতে নিজেদের নম্বর বাড়াতে চাইছেন৷ মানুষে বিপুল জন সমর্থনে তৃতীয়বার সরকার গড়েছে এই সরকার৷’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 16, 2023 8:56 PM IST