কীভাবে পরিচর্যা করা হবে দিলচাঁদের, পরিবারকে শেখাচ্ছেন চিকিৎসকরা
Last Updated:
#কলকাতা: অন্যের ‘দিল’ নিয়ে ভালই আছেন দিলচাঁদ ৷ চিকিৎসায় সাড়াও দিচ্ছেন দ্রুত ৷ হয়তো আগামী সপ্তাহেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ঝাড়খণ্ডের যুবককে ৷
গত সোমবার হার্ট প্রতিস্থাপন হয়েছিল দিলচাঁদের ৷ এরপর থেকেই কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি ৷ চিকিৎসকরা জানাচ্ছেন, এক সপ্তাহ পর ছাড়া হবে দিলচাঁদকে ৷ ছাড়ার আগে হৃৎপিণ্ডের বায়োপসি হবে তাঁর ৷ তবে এই সময় খুবই যত্নে রাখতে হবে তাঁকে ৷ সংক্রমণ এড়ানোর জন্য দিলচাঁদকে রাখতে হবে আলাদা ঘরে ৷ পাশাপাশি তাঁর জন্য দরকার বিশেষ পরিচর্যাও ৷
advertisement
বাড়িতে কীভাবে হবে দিলচাঁদের পরিচর্যা ? পরিবারের লোকদের এখন সেই পাঠই দিচ্ছেন চিকিৎসকরা ৷ নিয়মিত ফিজিওথেরাপি করাতে হবে দিলচাঁদের ৷ পাশাপাশি তাঁকে খাওয়ানোর পদ্ধতিও আলাদা ৷ সে সম্বন্ধেও অবগত করা হয়েছে দিলচাঁদের পরিবারকে ৷
advertisement
advertisement
পাশাপাশি ঝাড়খণ্ডে নিজের বাড়িতে ফিরে যাওয়ার পরেও যাতে সবসময় চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখা যায় সে জন্য স্মার্ট ফোনের ব্যবস্থাও করা হয়েছে ৷ প্রতি মুহূর্তে দিলচাঁদের পরিস্থিতি জানানোর জন্য পরিবারের লোককে দেওয়া হচ্ছে স্মার্টফোন ৷ ফোনে দিলচাঁদের ছবি তুলে তা পাঠাতে হবে চিকিৎসকদের৷
advertisement
কার্যত অসাধ্য সাধন করেছেন কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। পূর্ব ভারতে প্রথম হৃৎপিণ্ড প্রতিস্থাপনে রেকর্ড গড়েছে কলকাতা। ঝাড়খণ্ডের দেওঘরের বাসিন্দা দিলচাঁদ সিংকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিয়েছেন ব্রেন ডেথ হওয়া বেঙ্গালুরুর একুশ বছরের বরুণ ডি কে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2018 2:18 PM IST