এ রাজ্যেও নিপার থাবা ? কেরল থেকে ফিরে ফের বেলেঘাটায় ভর্তি আরও ১
Last Updated:
কেরল থেকে বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন ৷ তারপর থেকে বেশ কয়েকদিন ধরেই জ্বর, গায়ে হাতে পায়ে ব্যথা ৷ ওষুধ খেয়েও নামছে না শরীরের তাপমাত্রা ৷ তাহলে কী নিপার ছোবল ? আতঙ্কিত মূর্শিদাবাদের যুবক রাজেশ শেখের পরিবার ৷
#কলকাতা: কেরল থেকে বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন ৷ তারপর থেকে বেশ কয়েকদিন ধরেই জ্বর, গায়ে হাতে পায়ে ব্যথা ৷ ওষুধ খেয়েও নামছে না শরীরের তাপমাত্রা ৷ তাহলে কী নিপার ছোবল ? আতঙ্কিত মূর্শিদাবাদের যুবক রাজেশ শেখের পরিবার ৷ জ্বর, মাথা ব্যাথা নিয়ে রাজেশ এখন ভর্তি বেলেঘাটা আইডিতে ৷
তাহলে কী সত্যিই রাজেশ নিপায় আক্রান্ত ৷ সঠিক করে বলতে পারছেন না কেউই ৷ চিকিৎসকরা জানাচ্ছেন, রাজেশের রক্ত পরীক্ষা হওয়ার পরেই এ সম্বন্ধে পরিষ্কার তথ্য পাওয়া যাবে ৷
advertisement
ইতিমধ্যেই কেরলে নিপা ভাইরাসের আক্রমণে মৃত্যু হয়েছে ১৩ জনের ৷ প্রথমে অনুমান করা হয়েছিল, বাঁদুড় আর শুয়োর থেকেই ছড়িয়েছে নতুন এই মারণ ভাইরাস ৷ কিন্তু পরে বলা হয়, নিপার বাহক অন্য কোনও পশুও হতে পারে ৷ ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে কেরলের চার জেলায় ৷ নিষিদ্ধ হয়েছে পর্যটনও ৷ কিন্তু এখনও এই রোগের সঠিক উৎস খুঁজে পাওয়া যায়নি ৷
advertisement
কিছুদিন আগে বেঙ্গালুরু থেকে ফিরে অজানা জ্বর নিয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি হয়েছিলেন আরও এক যুবক ৷ মূর্শিদাবাদের বাসিন্দা সফিকুলের উপসর্গের সঙ্গে প্রায় মিলে গিয়েছে রাজেশের রোগের উপসর্গও ৷
Location :
First Published :
May 29, 2018 12:24 PM IST