Digha Jagannath Temple: রথযাত্রার দিনও খুলছে না দিঘার জগন্নাথ মন্দির, ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর, কবে থেকে খুলবে দরজা?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Digha Jagannath Temple: চলতি বছরের রথযাত্রা উৎসব পড়েছে ৭ জুলাই৷ তবে এবছরও দিঘার জগন্নাথ মন্দির খুলছে না৷ এখনও শেষ হয়নি মন্দিরের কাজ৷ দিঘার জগন্নাথ মন্দিরের কাজে গতি নেই কেন?ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর।
দিঘা: চলতি বছরের রথযাত্রা উৎসব পড়েছে ৭ জুলাই৷ তবে এবছরও দিঘার জগন্নাথ মন্দির খুলছে না৷ এখনও শেষ হয়নি মন্দিরের কাজ৷ দিঘার জগন্নাথ মন্দিরের কাজে গতি নেই কেন?ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। ক্ষোভ প্রকাশের পরই তৎপরতা নবান্নের শীর্ষ মহলের। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে হিডকো-এর ভাইস চেয়ারম্যান-সহ উচ্চ পর্যায়ের আধিকারিকরা।
শ্রমিক কমে যাওয়ায় কাজের গতি কমেছে। কাজ শেষ করতে শ্রমিকদের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত কাজে গতি আনার নির্দেশ হিডকো-এর বরাত পাওয়া সংস্থাকে।
advertisement
পুজোর পরেই দিঘার জগন্নাথ মন্দিরের কাজ শেষ হবে। জগন্নাথ মন্দিরের কাজের গতি কমে যাওয়ায় মন্দিরের কাজ শেষ হওয়ার সময়সীমা অনেকটাই পিছিয়ে গেল।
advertisement
মন্দিরের কাজ শেষ করে পুজোর আগেই উদ্বোধনের আগ্রহ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় করলেও সেই কাজ শেষ হতে পুজো পেরিয়ে যাবে বলেই মনে করছেন হিডকো-এর আধিকারিকরা। নবান্ন সূত্রে খবর, দুর্গাপুজো, কালীপুজো শেষ করেই হবে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2024 1:15 PM IST