সিদ্ধিযোগের 'অন্য' গণেশচতুর্থী পুজো
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বছর কুড়ির বাবাই চতুর্থীর দিনে মারা যায়, উত্তর ২৪ পরগনার বীরপুর গ্রামে ডেভিডের অনাথ আশ্রমে বসবাসকারী দেড়শো ক্ষুদেরা আজ এক একটা ছোট ছোট বাবাই। যাদের মধ্যে বাবাই কে দেখতে পান হতভাগ্য বাবা।
#কলকাতা: দেশজুড়ে ধুমধামের সঙ্গে যখন সিদ্ধিদাতার পুজো তখন গণেশ চতুর্থীর 'অন্য পুজো' বাংলায়। সিদ্ধিলাভের অমোঘ টানে লাড্ডু সহযোগে গণেশ পুজোর দিনে মনস্কামনা পূরণে অন্যপুজোর দেব-দেবী ১৫০ ক্ষুদে। এরা প্রত্যেককেই এক একজন গণেশ এক বাবার চোখে। তাদের প্রত্যেকের মুখে গণেশ মুখোশ। অনাবিল আনন্দে কাটলো এই ক্ষুদেদের গণেশ চতুর্থীর সারাটা দিন।
বছর কুড়ির বাবাই চতুর্থীর দিনে মারা যায়। বাগুইআটির অরিন্দম মিত্রের সন্তান বাবাই। একমাত্র সন্তান ছিলেন বাবাই। খেতে বড্ড ভালোবাসতো ছেলেটা। ভালোবাসতো খাওয়াতেও। প্রত্যেক বছর জন্মদিনে বাবাই নিজেও যেমন খেত, খাওয়াতো এলাকার লোকজনদের ও বন্ধু-বান্ধবদের। এই ভাবেই প্রত্যেক বছর বাবাইয়ের জন্মদিন পালন হয়ে আসছিল। গেলো বছর ছন্দপতন। গণেশ চতুর্থীর দিনে বাবাই আত্মহননের পথ বেছে নেয়। বাবাই- র মৃত্যুর পর দেড়শ জনের দায়িত্ব তুলে নিয়েছেন অরিন্দম বাবু নিজের হাতে।
advertisement

advertisement
গণেশ চতুর্থী আছে কিন্তু বাবাই নেই। তবে ফটো ফ্রেমবন্দী বাবাই। উত্তর ২৪ পরগনার বীরপুর গ্রামে ডেভিডের অনাথ আশ্রমে বসবাসকারী দেড়শো ক্ষুদেরা আজ এক একটা ছোট ছোট বাবাই। যাদের মধ্যে বাবাই কে দেখতে পান হতভাগ্য বাবা। মনের কোণে জমা মেঘটা কিছুটা কাটে অরিন্দম বাবুর, বাচ্ছাদের মুখে হাসি দেখে। বাবাই যে খাবারগুলো খেতে ভালবাসতো সেই একই মেন্যু অরিন্দম বাবু তৈরি করান। ছোট ছোট বাবুদের মুখে দেখা গেল গণেশের মাস্ক। সামনে প্লেট সাজানো রকমারি মোদক। এভাবেই গণেশ চতুর্থীতে বাবাইয়ের মৃত্যুদিনে পালন হল গণেশ ঠাকুরের অন্যপুজো। ভাত ডাল পাঁচ রকম ভাজা শুক্ত মাছের কালিয়া চাটনি রকমারি সন্দেশ। দাঁড়িয়ে থেকে ক্ষুদেদের তৃপ্তি সহকারে খাবার পরিবেশন করে গণেশ চতুর্থীর সিদ্ধিলাভের মনস্কামনা রাখেন এক বাবা।
advertisement
ARNAB HAZRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2020 2:47 PM IST
