দিদির চিঠি হাতে নিয়েই মানুষের বাড়ি যাবেন ‘দিদির দূত’রা
- Published by:Siddhartha Sarkar
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
অভাব-অভিযোগ ব্যক্তিগত স্তরে শোনার উল্লেখ চিঠিতে ৷
আবীর ঘোষাল, কলকাতা: আগামিকাল, বুধবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের বাড়ি বাড়ি যাবেন তৃণমূল কংগ্রেস নেতা-নেত্রীরা। এর পাশাপাশি মানুষের সঙ্গে কথা বলতে পৌঁছে যাবেন দিদির দূতরা ৷ এই দূতদের হাতেই থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠি ৷ সেই চিঠি তারা ব্যক্তিদের হাতে তুলে দেবেন ৷ কী লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই চিঠিতে?
‘‘২০১১ সালে আপনি যখন এই রাজ্যের উন্নতি এবং সমৃদ্ধির মহান দায়িত্ব আমার কাঁধে অর্পণ করেছিলেন তখন এই রাজ্য সামাজিক-অর্থনৈতিকভাবে ছিল বিধ্বস্ত, এই রাজ্য হয়ে উঠেছিল নিঃস্ব এবং রাজ্যে দেখা দিয়েছিল এক চরম নৈরাশ্য। তারপর থেকে, সেই গুরুদায়িত্ব যথার্থভাবে এবং নিষ্ঠা সহকারে পালন করার জন্য আমি নিত্যদিন চেষ্টা করেছি। প্রতিটি মুহূর্ত এই স্বপ্ন দেখে এগিয়ে চলেছি যে, রাজ্যের প্রতিটি অংশের মানুষ যেন নিরাপদে, সুস্থভাবে এবং আনন্দে জীবন-যাপন করতে পারে।’’ যদিও বাম-বিজেপি-কংগ্রেস একযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠির বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ৷
advertisement
advertisement
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, ‘‘বাংলার জন্য আমি যে স্বপ্ন বুনেছিলাম, সেই স্বপ্নই আমাকে এমন কিছু প্রকল্প আনতে অনুপ্রাণিত করেছে যাতে আপনার জীবনের প্রতি পদক্ষেপ যেন সুরক্ষা বেষ্টনীতে আবৃত থাকে ৷ সেই লক্ষ্যে আমি শিক্ষা থেকে চাকরি, স্বাস্থ্য পরিষেবা থেকে আবাসন এবং খাদ্য থেকে সামাজিক সুরক্ষা-এই সবকটি ক্ষেত্রেই এমন কিছু প্রকল্প তৈরি করেছি যা আপনার জীবনকে একটি সামগ্রিক নিরাপত্তার মধ্যে রাখবে, তা হল আমার ‘সুরক্ষা কবচ ’। এই সুরক্ষা কবচের মধ্যে ১৫টি মূল প্রকল্প রয়েছে যা আপনার জীবনের সামগ্রিক মানোন্নয়নের জন্য আগে থেকেই অক্লান্ত পরিষেবা দিয়ে আসছে ৷ এই সুরক্ষা কবচ-বাংলার সকল বাসিন্দাকে নিরাপদ রাখার জন্য আমার প্রচেষ্টার একটি স্বীকৃতি এবং উন্নয়নের অগ্রগতির সাক্ষ্য।’’
advertisement

বিরোধীদের বক্তব্য, সামাজিক প্রকল্পে দুর্নীতি হয়েছে। মানুষের বাড়ি গিয়ে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন, ‘‘আপনি এবং আপনার পরিবার আমার সুরক্ষা কবচের আওতায় যে সদা সুরক্ষিত আছেন তা নিশ্চিত করার জন্য আমি আমার বিশ্বস্ত প্রতিনিধি হিসাবে আমার দূত আপনার বাড়িতে প্রেরণ করছি। আমি অনুরোধ করছি, আপনি তাঁকে/তাঁদেরকে আপনার বহু মূল্যবান সময় দিয়ে সাহায্য করবেন এবং যদি আপনার কোনো প্রশ্ন, কোনো অভাব-অভিযোগ বা কোনওরকম সমস্যা থাকে, তবে তা অনুগ্রহ করে আমার দূতকে জানিয়ে দেবেন। আমি পূর্ণ আশ্বাস দিচ্ছি যে আপনার সমস্ত অভাব-অভিযোগ আমি ব্যক্তিগত স্তরে শুনব এবং তা সমাধান করব ৷ ’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 10, 2023 9:20 AM IST