Diamond Harbour Local: রেল লাইনের উপরে ওটা কী, দূর থেকে দেখেই ট্রেন থামালেন চালক! বড় বিপদ এড়াল ডায়মন্ড হারবার লোকাল

Last Updated:

শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার লোকালের চালকের তাৎক্ষণিক বুদ্ধির জোরেই বড় বিপত্তি এড়ান সম্ভব হয়৷

রক্ষা পেল ডায়মন্ড হারবার লোকাল৷
রক্ষা পেল ডায়মন্ড হারবার লোকাল৷
দেশের বিভিন্ন প্রান্তে এর আগে রেল লাইনের উপরে পাথর অথবা কাঠের গুঁড়ি রেখে দিয়ে রেল দুর্ঘটনা ঘটনারো চেষ্টার অভিযোগ সামনে এসেছে৷ বামেদের ডাকা ধর্মঘটের দিন সকালে একই ঘটনা ঘটল শিয়ালদহ দক্ষিণ শাখায়৷ যদিও ট্রেন চালকের উপস্থিত বুদ্ধির জোরে বড়সড় বিপদ এড়িয়েছে ডাউন ডায়মন্ড হারবার লোকাল৷ রক্ষা পান যাত্রীরা৷
পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদহ থেকে ছেড়ে এ দিন সকালে ওই লোকাল ট্রেনটি ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল৷ সেই সময় আচমকাই রেল লাইনের উপরে রেলেরই একটি স্লিপার বা কংক্রিটের বড় টুকরো দেখতে পান ট্রেন চালক৷ দূর থেকে তা নজরে আসতেই জরুরি ভিত্তিতে ব্রেক কষে ট্রেনটিকে নিরাপদ দূরত্বে দাঁড় করান তিনি৷ দেউলা ও মগরাহাট স্টেশনের মাঝে এই ঘটনা ঘটে৷
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে এসে রেল পুলিশ ওই কংক্রিটের স্লিপার সরিয়ে দেওয়ার পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি৷ পূর্ণ গতিতে থাকা ট্রেনটি কোনওভাবে ওই স্লিপারে এসে ধাক্কা মারলে ডায়মন্ড হারবার লোকাল বেলাইন হওয়ারও সম্ভাবনা ছিল৷ সেক্ষেত্রে প্রশ্নের মুখে পড়ত যাত্রী নিরাপত্তা৷ রেল কর্তাদের অভিযোগ, সম্ভবত ধর্মঘটের সমর্থকরাই ট্রেন চলাচল ব্যাহত করতে এই দায়িত্বজ্ঞানহীন কাজ করেন৷ যা যাত্রীদের প্রাণহানির কারণও হতে পারত৷
advertisement
advertisement
শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার লোকালের চালকের তাৎক্ষণিক বুদ্ধির জোরেই বড় বিপত্তি এড়ান সম্ভব হয়৷ ওই চালককে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ৷
এর পাশাপাশি এ দিন মগরাহাট ও দেউলা স্টেশনের মাঝে ওভারহেড তারে কলাপাতা ছুড়ে ফেলেও ট্রেন চলাচল ব্যাহত করার চেষ্টা হয়৷ সময় মতো সেই কলাপাতা সরিয়ে পরিষেবা স্বাভাবিক করেন রেলকর্মীরা৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Diamond Harbour Local: রেল লাইনের উপরে ওটা কী, দূর থেকে দেখেই ট্রেন থামালেন চালক! বড় বিপদ এড়াল ডায়মন্ড হারবার লোকাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement