Dhupguri: ধূপগুড়ির বিধায়কের শপথ নিয়ে মুখে কুলুপ রাজভবন, রাজ্যপালকে চিঠি পাঠাচ্ছেন মন্ত্রী
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Dhupguri: রাজ্যপালকে ফের চিঠি পাঠাতে চলেছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ধূপগুড়ির জয়ী বিধায়কের শপথ নিয়ে এখনও উত্তর দেয়নি রাজভবন।
কলকাতা: রাজ্যপালকে ফের চিঠি পাঠাতে চলেছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ধূপগুড়ির জয়ী বিধায়কের শপথ নিয়ে এখনও উত্তর দেয়নি রাজভবন। মন্ত্রীর কথায়, “ধূপগুড়ির বিধায়ক একজন নির্বাচিত জনপ্রতিনিধি। মানুষের পরিষেবা দিতে হয় তাঁকে। এই অবস্থায় অবিলম্বে শপথ গ্রহণের অনুমতি দেওয়া হোক তাঁকে।” এই মর্মে এবার চিঠি পাঠাতে চলেছেন পরিষদীয় মন্ত্রী।
সূত্রের খবর উক্ত চিঠিতে মূলত তুলে ধূপগুড়ি বিধায়কের শপথের আর্জি জানিয়ে এই মর্মে লেখা হবে “রাজ্যপাল ফের রাজ্যের বাইরে যাবেন। তাই দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা করা হোক।” কাল সকালেই এই চিঠি দেওয়া হবে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে।
advertisement
প্রসঙ্গত, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ধূপগুড়ির বিধায়কের শপথ ঘিরে জটিলতা অব্যাহত রাজ্যে। তাই দ্রুত শপথ চেয়ে এবার রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় চিঠি দিতে চলেছেন রাজভবনকে। সূত্রের খবর, এই নিয়ে রাজ্যর তরফে শপথ চেয়ে দ্বিতীয়বার চিঠি পাঠানো হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2023 10:54 PM IST