বিজেপির সাংগঠনিক বৈঠকে দলীয় নেতৃত্বকে কড়া বার্তা ও নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আক্রোশ তৈরি হয়েছে। দাবি মন্ত্রীর।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- লোকসভার দায়িত্বপ্রাপ্ত জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে কড়া বার্তা বিজেপির কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতা তথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। জেলা নেতৃত্ব বুথ বা শক্তিকেন্দ্র স্তরে পৌঁছে কাজ করছেন না বলেও ক্ষোভ প্রকাশ করেন ধর্মেন্দ্র।
দায়িত্বপ্রাপ্তদের সবাইকেই এবার নিজ নিজ কেন্দ্রের বুথ স্তরে পৌঁছে কার্যকারিতা বাড়াতে হবে। সংগঠনের শক্তি বৃদ্ধিতে লক্ষ্য রেখে শক্তি কেন্দ্র স্তরে এবার দ্রুত টিম বানিয়ে কাজ শেষ করতে হবে। নির্দেশ ধর্মেন্দ্র প্রধানের। জাতীয় গ্রন্থাগারে শুক্রবার জেলা কমিটির নেতৃত্বদের নিয়ে বৈঠকে এমনই নির্দেশ ও কড়া বার্তা দেন ধর্মেন্দ্র বলে বিজেপি সূত্রের খবর।
advertisement
advertisement
অনেক নেতাই দায়িত্ব পেয়েছেন, অথচ বুথ স্তরে কাজ করছেন না। তাদের ফের এক মাস পরে কতোটা কাজের অগ্রগতি হল তা জানাতে হবে কেন্দ্রীয় নেতৃত্বকে। এমনটাও সাংগঠনিক বৈঠকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব বলেও খবর।আজ উত্তর ও দক্ষিণ কলকাতার লোকসভার দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের সঙ্গে বৈঠক ছিল। সেখানেই এই কড়া বার্তা ও নির্দেশ দেন ধর্মেন্দ্র প্রধান বলে বিজেপি সূত্রের খবর। সাংগঠনিক বৈঠক শেষে ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘‘এ রাজ্যে বিজেপি প্রতিদিন বাড়ছে। তৃণমূলের দুর্নীতিতে মানুষের মধ্যে আক্রোশ তৈরি হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।’’
advertisement
তবে এ দিনের বৈঠকে কড়া বার্তা বা নির্দেশ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে রাজি হননি লোকসভার দায়িত্বপ্রাপ্ত গেরুয়া শিবিরের নেতা ধর্মেন্দ্র প্রধান। তাঁর কথায়, ‘‘কোনও নির্বাচনকে সামনে রেখে আমরা সাংগঠনিক বৈঠক করি না। এটা আমাদের ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি। তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করতে যেভাবে আমাদের এগোতে হয় ঠিক সেই ভাবেই আমরা এগোচ্ছি।’’ পাশাপাশি শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত প্রসঙ্গে ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘‘এই তদন্তের সঙ্গে বিজেপির কোনও রাজনৈতিক যোগ নেই। আদালতের নির্দেশে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে ইডি- সিবিআই।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 24, 2022 7:47 AM IST