#কলকাতা: এবার নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকা নিয়ে সরব হলেন তৃণমূলের তারকা সাংসদ দেব (Dev)৷ এ দিন দক্ষিণ কলকাতায় নিজের আবাসনের মধ্যেই একটি স্কুলে ভোট দেওয়ার পর কমিশনের সমালোচনা করেন ঘাটালের সাংসদ৷ দেব বলেন, 'কমিশন যেভাবে কাজ করছে তাতে নিঃসন্দেহে বিরোধী দল বেশি সাহায্য পাচ্ছে৷'
বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে দলের হয়ে প্রচার করেছেন দেব৷ তিনিই শুরু থেকে করোনা বিধি মেনে চলার জন্য বার বার সবাইকে সতর্ক করেছেন৷ করোনা বিধি না মানার জন্য দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতাদের সমালোচনাও করেছেন তিনি৷ এ দিন অবশ্য কমিশনের ভূমিকা নিয়েই সরব হন তৃণমূল সাংসদ৷
ভোট দেওয়ার পর দেব বলেন, 'করোনা বিধি মেনে সবাই এসে ভোট দিন৷ চারদিকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না সরকার ক্ষমতায় থাকলে এরকম হত৷ এক জায়গার অক্সিজেন অন্য জায়গায় চলে যাচ্ছে৷ আমরা তাই চাইছি সরকার যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতায় চলে আসুক৷' কমিশনের ভূমিকার সমালোচনা করে তৃণমূল সাংসদ আরও বলেন, 'এর আগের বারের মতো এবারেও বড় বড় স্টেডিয়ামগুলিকে হাসপাতালে পরিণত করা যেত৷ কমিশন অন্তত সেই ব্যবস্থা নিতে পারত৷ আর কমিশন যেভাবে কাজ করছে, তাতে নিঃসন্দেহে বিরোধী দলই বেশি সাহায্য পাচ্ছে৷'
এ দিন ট্যুইটারেও সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন দেব৷ তিনি লেখেন, 'আজকে বাইরে বেরনোর জন্য আপনাকে নেতা হতে হবে না৷ বরং আজকে আপনিই ভোট দিয়ে নেতা তৈরি করতে পারবেন৷' অন্য একটি ট্যুইটে তিনি লেখেন, 'দয়া করে গিয়ে নিজের ভোট দিন৷ যেই জিতুক না কেন, বাংলার মানুষ যেন না হারে৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Dev, Election Commission, TMC, West Bengal Assembly Election 2021