'পদ গিয়েছে কি না জানি না,' দাবি সব্যসাচীর, বিধাননগরের মেয়রের কাজ শুরু তাপসের

Last Updated:

মেয়র পদ থেকে সরার বিষয়ে সব্যসাচীর প্রতিক্রিয়া, 'দল যোগাযোগ করলে কথা বলব৷ রবিবারের বৈঠক নিয়ে কথা হয়নি৷ দল এখনও আমাকে কিছু বলেনি৷ মেয়র পদ থেকে সরানোর বিষয়ে কিছু জানি না৷'

#কলকাতা: সব্যসাচী দত্তকে নিয়ে বিতর্কের মাঝেই বিধাননগরের মেয়রের কাজকর্ম শুরু করে দিলেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়৷ তাপসের কথায়, 'আইনি বাধ্যবাধকতা রয়েছে৷ তা মাথায় রেখেই কাজ করছি৷' আজ অর্থাত্‍‌ সোমবার মেয়র সব্যসাচী দত্তও যেতে পারেন পুরভবনে৷ এ দিকে সব্যসাচীর বক্তব্য, 'মেয়র পদ থেকে সরানোর বিষয়ে জানি না৷'
রবিবার বিধাননগরের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম৷ সেই বৈঠকে ডাকা হয়নি সব্যসাচী দত্তকে৷ সেখানেই বিধাননগরের মেয়র দায়িত্বের অনেকটাই কাট-ছাঁট হয়েছে৷ ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত বিধাননগরের মেয়রের কাজ সামলাবেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়৷ বেশ কয়েক দিন ধরেই সব্যসাচীর বিরুদ্ধে নানা দলবিরোধী কাজের অভিযোগ উঠছে৷ এরই মধ্যে গত শুক্রবার বিদ্যুৎ ভবনে তৃণমূল কর্মী সংগঠনের বৈঠকে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে নিয়ে কটাক্ষ করেন সব্যসাচী ৷ এরপরই ঘুঁটি সাজাতে শুরু করে তৃণমূল নেতৃত্ব ৷ এরই মধ্যে জল্পনা বেড়েছে বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে বৈঠক নিয়ে৷ সব বিধাননগরের মেয়র তথা তৃণমূল বিধায়ক বিধাননগরের
advertisement
মুকুল রায় দাবি করেন, গত লোকসভা নির্বাচনে তাদের পক্ষেই ছিলেন সব্যসাচী। এরপরেই এদিন সন্ধ্যায় সব্যসাচী দত্তর সঙ্গে বৈঠক করতে বিধাননগরে হাজির হন মুকুল রায়৷ বৈঠক হয় বিধানননগরের সুইমিং পুল অ্যাসোসিয়েশনে৷
advertisement
মেয়র পদ থেকে সরার বিষয়ে সব্যসাচীর প্রতিক্রিয়া, 'দল যোগাযোগ করলে কথা বলব৷ রবিবারের বৈঠক নিয়ে কথা হয়নি৷ দল এখনও আমাকে কিছু বলেনি৷ মেয়র পদ থেকে সরানোর বিষয়ে কিছু জানি না৷'
advertisement
আরও ভিডিও: সব্যসাচী দত্তকে নিয়ে কি এবার চূড়ান্ত পদক্ষেপের পথে তৃণমূল ? তৃণমূল ভবনে বৈঠক, দেখুন ভিডিও
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'পদ গিয়েছে কি না জানি না,' দাবি সব্যসাচীর, বিধাননগরের মেয়রের কাজ শুরু তাপসের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement