Dept. Of Higher Education:স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে হবে ভর্তি প্রক্রিয়া, জারি বিএড-এ ভর্তির বিজ্ঞপ্তিও

Last Updated:

বিএডে ভর্তির বিজ্ঞপ্তিও পৃথকভাবে জারি করল উচ্চশিক্ষা দফতর। বিএড ইমেজ এই কোর্সগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে

#কলকাতা: স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ছাত্র-ছাত্রীদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল উচ্চশিক্ষা দফতর। ১৮ জুলাই থেকে স্নাতক স্তরের প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। অনলাইনে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রী ভর্তির প্রক্রিয়া। স্নাতক স্তরের প্রথম বর্ষের আবেদন পত্র অনলাইনের মাধ্যমে নিতে হবে ৫ আগস্ট-এর মধ্যে। মেধাতালিকা প্রকাশ করতে হবে ১৬ আগস্ট-এর মধ্যে। ক্লাস শুরু করতে হবে ১৯ সেপ্টেম্বর থেকে। স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষে পড়ুয়া ভর্তি শুরু হবে ৩১ আগস্ট থেকে। বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে উচ্চশিক্ষা দফতর।
পড়ুয়া ভর্তির ক্ষেত্রে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিকে সতর্ক করা হয়েছে। স্পষ্ট নির্দেশ, মেধার ভিত্তিতেই অনলাইন অ্যাডমিশন করতে হবে। ছাত্র-ছাত্রীদের থেকে কোনও টাকা নেওয়া যাবে না ভর্তির জন্য। কাউন্সিলিং-এর নাম করে কোনও পড়ুয়াকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ডাকা যাবেনা। স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে নিজস্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য ৮০ শতাংশ, বাইরের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে।
advertisement
বিএডে ভর্তির বিজ্ঞপ্তিও পৃথকভাবে জারি করল উচ্চশিক্ষা দফতর। বিএড ইমেজ এই কোর্সগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। বিজ্ঞপ্তিতে উচ্চশিক্ষা দফতর জানিয়েছে, ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে ২৯ সেপ্টেম্বর-এর মধ্যে। ক্লাস শুরু করতে হবে ১১ অক্টোবরের মধ্যে। বি এড বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় ৬০০ বিএড কলেজে রয়েছে। কোনও ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে ফর্ম ফিল আপের ক্ষেত্রে টাকা নেওয়া যাবে না। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, ছাত্র-ছাত্রী ভর্তির জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি কোনওরকম হেল্পডেস্কও করতে পারবে না।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dept. Of Higher Education:স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে হবে ভর্তি প্রক্রিয়া, জারি বিএড-এ ভর্তির বিজ্ঞপ্তিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement