Dept. Of Higher Education:স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে হবে ভর্তি প্রক্রিয়া, জারি বিএড-এ ভর্তির বিজ্ঞপ্তিও

Last Updated:

বিএডে ভর্তির বিজ্ঞপ্তিও পৃথকভাবে জারি করল উচ্চশিক্ষা দফতর। বিএড ইমেজ এই কোর্সগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে

#কলকাতা: স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ছাত্র-ছাত্রীদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল উচ্চশিক্ষা দফতর। ১৮ জুলাই থেকে স্নাতক স্তরের প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। অনলাইনে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রী ভর্তির প্রক্রিয়া। স্নাতক স্তরের প্রথম বর্ষের আবেদন পত্র অনলাইনের মাধ্যমে নিতে হবে ৫ আগস্ট-এর মধ্যে। মেধাতালিকা প্রকাশ করতে হবে ১৬ আগস্ট-এর মধ্যে। ক্লাস শুরু করতে হবে ১৯ সেপ্টেম্বর থেকে। স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষে পড়ুয়া ভর্তি শুরু হবে ৩১ আগস্ট থেকে। বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে উচ্চশিক্ষা দফতর।
পড়ুয়া ভর্তির ক্ষেত্রে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিকে সতর্ক করা হয়েছে। স্পষ্ট নির্দেশ, মেধার ভিত্তিতেই অনলাইন অ্যাডমিশন করতে হবে। ছাত্র-ছাত্রীদের থেকে কোনও টাকা নেওয়া যাবে না ভর্তির জন্য। কাউন্সিলিং-এর নাম করে কোনও পড়ুয়াকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ডাকা যাবেনা। স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে নিজস্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য ৮০ শতাংশ, বাইরের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে।
advertisement
বিএডে ভর্তির বিজ্ঞপ্তিও পৃথকভাবে জারি করল উচ্চশিক্ষা দফতর। বিএড ইমেজ এই কোর্সগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। বিজ্ঞপ্তিতে উচ্চশিক্ষা দফতর জানিয়েছে, ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে ২৯ সেপ্টেম্বর-এর মধ্যে। ক্লাস শুরু করতে হবে ১১ অক্টোবরের মধ্যে। বি এড বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় ৬০০ বিএড কলেজে রয়েছে। কোনও ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে ফর্ম ফিল আপের ক্ষেত্রে টাকা নেওয়া যাবে না। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, ছাত্র-ছাত্রী ভর্তির জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি কোনওরকম হেল্পডেস্কও করতে পারবে না।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dept. Of Higher Education:স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, অনলাইনে হবে ভর্তি প্রক্রিয়া, জারি বিএড-এ ভর্তির বিজ্ঞপ্তিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement