Exclusive: ডেঙ্গি রুখবে ভ্যাকসিন? কলকাতাতেই শুরু হচ্ছে ট্রায়াল, চলবে এই চার হাসপাতালে

Last Updated:

এখনও পর্যন্ত যা খবর, তাতে বি সি রায় শিশু হাসপাতাল এবং স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#ওঙ্কার সরকার, কলকাতা: বর্ষা আসা মানেই ডেঙ্গির ভয়৷ সেই ডেঙ্গি প্রতিরোধেই আসতে চলেছে ভ্যাকসিন৷ যে ভ্যাকসিনের ট্রায়াল শুরু হতে চলেছে কলকাতায়৷
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, লাতিন আমেরিকা এবং এশিয়ার বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই ডেঙ্গির ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় দফার ট্রায়াল শেষ হয়েছে৷ এবার তৃতীয় দফার ট্রায়াল শুরু হতে চলেছে কলকাতার চারটি হাসপাতালে৷ এর মধ্যে রয়েছে দু'টি সরকারি এবং দু'টি বেসরকারি হাসপাতাল৷
advertisement
advertisement
এখনও পর্যন্ত যা খবর, তাতে বি সি রায় শিশু হাসপাতাল এবং স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে৷ এর পাশাপাশি দু'টি বেসরকারি হাসপাতাল রুবি এবং মেডিকাতেও ট্রায়াল চলবে৷ তৃতীয় দফায় মোট ৪৮০ জনের উপরে ডেঙ্গির ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে৷ তার মধ্যে কলকাতায় ৭০ জনের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে৷
advertisement
৪ থেকে ১৮ এবং ১৮ থেকে ৬০- এই দু'টি বয়সসীমার মানুষের উপরে ভ্যাকসিন প্রয়োগ করা হবে৷ ডেঙ্গির ভ্যাকসিনের দু'টি ডোজ৷ দু'টি ডোজের মধ্যে ৯০ দিনের ব্যবধান থাকে৷ প্রথম এবং দ্বিতীয় দফায় মোট ১৯,৯০০ জনের উপরে ভ্যাকসিন প্রয়োগ করে ইতিবাচক ফল মিলেছে বলেই খবর৷ জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ডেঙ্গির ভ্যাকসিন তৈরি করেছে৷ ভ্যাকসিন ফেসিসিলেটর স্নেহেন্দু কোনার জানিয়েছেন, গবেষণায় দাবি করা হয়েছে, ডেঙ্গির এই ভ্যাকসিন নেওয়া থাকলে ৮৪ শতাংশ রোগীকেই আর হাসপাতালে ভর্তি করতে হবে না৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Exclusive: ডেঙ্গি রুখবে ভ্যাকসিন? কলকাতাতেই শুরু হচ্ছে ট্রায়াল, চলবে এই চার হাসপাতালে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement