Nabanna: ধর্মঘটের দিন গোটা পরিস্থিতির দিকে নজর রাখবে পুলিশ, সিদ্ধান্ত নবান্নের

Last Updated:

Nabanna: কলকাতার পুলিশ কমিশনারকে সকাল থেকেই গোটা পরিস্থিতির উপর সরেজমিনে নজরদারি চালাতে হবে। প্রয়োজনে বিভিন্ন জায়গা পরিদর্শন করতে হবে। জোর করে কেউ বনধ বা আটকানোর চেষ্টা করলে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে, সিদ্ধান্ত নবান্নে।

রামপুরহাট থানার OC এবং SDPO-কে ক্লোজ, নবান্নে জরুরি বৈঠক
রামপুরহাট থানার OC এবং SDPO-কে ক্লোজ, নবান্নে জরুরি বৈঠক
#কলকাতা: সোমবার, ধর্মঘটের (BJP Strike) দিন কলকাতার পুলিশ কমিশনারকে সকাল থেকেই গোটা পরিস্থিতির উপর সরেজমিনে নজরদারি চালাতে হবে, সিদ্ধান্ত নবান্নে (Nabanna)। প্রয়োজনে বিভিন্ন জায়গা পরিদর্শন করতে হবে।জোর করে কেউ বনধ বা আটকানোর চেষ্টা করলে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানকে বন্ধ করতে চাইলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। শান্তিপূর্ণভাবে আন্দোলন হলে হতেই পারে। জোর করে যাতে কোনো কিছু বন্ধ না করা হয়। যদি কোনও কর্মচারী না আসেন, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। এমনটাই ডিজির নির্দেশ পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের। রবিবার মুখ্যসচিব  জেলাশাসক পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকেই এমনটা নির্দেশ দেন বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।
বনধ্-এর (Bengal Strike) দিন উপস্থিত না থাকলে টাকা কাটা হবে, জানাল রাজ্য। তবে রাজ্যের তরফে এও বলা হয়েছে কারও যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য় সরকার সবরকমের ব্যবস্থা নিচ্ছে।
পুরভোটে  (West Bengal Municipal Election 2022) সন্ত্রাসের অভিযোগে সোমবার ১২ ঘণ্টার বনধ্ ডেকেছে বিজেপি। সকাল ৬টা থেকে সন্ধ্য়া ৬ টা পর্যন্ত ধর্মঘট করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP Bengal)। "যাদের ক্ষমতা নেই তারা বনধ্ ডাকছে।ঠান্ডা ঘরে বসে বনধ ডেকেছেন বাংলাকে কলুষিত করতে।" বনধ্ ঘোষণার পরেই কড়া প্রতিক্রিয়া তৃণমূলের মহাসচিব  পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee)।
advertisement
advertisement
 প্রতিক্রিয়া জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিমও। মহানাগরিক বলেন,
"ক্রমাগত বাংলাকে বদনাম করার চক্রান্ত লক্ষ্য করছি৷ যেহেতু বাংলায় গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাই বাংলাকে কলুষিত করছে। বাংলায় কোন বনধ্ (Bengal Strike) নেই।  কাল তৃণমূল রাস্তায় থাকবে।"
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna: ধর্মঘটের দিন গোটা পরিস্থিতির দিকে নজর রাখবে পুলিশ, সিদ্ধান্ত নবান্নের
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement