Debangshu Bhattacharya: গতকালের ভূমিকম্পের আগে কোনও নোটিফিকেশন এল না কেন? এবারেও কেন্দ্রকে কটাক্ষ দেবাংশু

Last Updated:

Debangshu Bhattacharya: কম্পনের ধাক্কা অনুভূত হয়েছ এ রাজ্যের উত্তর থেকে দক্ষিণে৷ এবার এই নিয়ে কেন্দ্র সরকারকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা  দেবাংশু ভট্টাচার্য।

কী বললেন দেবাংশু?
কী বললেন দেবাংশু?
কলকাতা: নেপালে ভূমিকম্পের রেশ পৌঁছে গিয়েছিল কলকাতাতেও৷ শুক্রবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা৷ তবে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে৷ দিল্লি সহ গোটা উত্তর ভারতের একটা বড় অংশেও কম্পন অনুভূত হয়েছে৷
শুক্রবার রাত ১১.৩২ মিনিটে জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল৷ নেপালের দাইলেখের ৪৭ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে ছিল কম্পনের উৎসস্থল৷ এই কম্পনের ধাক্কাই অনুভূত হয়েছ এ রাজ্যের উত্তর থেকে দক্ষিণে৷ এবার এই নিয়ে কেন্দ্র সরকারকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা  দেবাংশু ভট্টাচার্য।
 তিনি বলেন, ‘ন্যাচারাল ডিজাস্টার থেকে শুরু করে বিভিন্ন এমার্জেন্সি সময় আর্জেন্ট নোটিফিকেশন দেওয়ার জন্য কদিন আগে কেন্দ্রীয় সরকার একটা মেসেজ ব্রডকাস্ট করেছিল সবার ফোনে। যার দরুণ বিচ্ছিরি ভাবে শব্দ করে সবার ফোন কেঁপে উঠেছিল।আশা করি সকলের মনে আছে। এখন এই যে এইমাত্র ভারতের একটা বড় অংশ জুড়ে ভূমিকম্প হয়ে গেল, কোনও নোটিফিকেশন এলো কি? একই শব্দ শুনলেন কি? উত্তর, না। তাহলে আর ঠিক কিরকম ন্যাচারাল ডিজাস্টার হলে নোটিফিকেশন আসবে? নিশ্চয়ই ঝড়ের নোটিফিকেশন এভাবে আসবে না, কারণ সেটা হুট করে আসে না। আবহাওয়া দফতরের সৌজন্যে অনেকটা আগে থেকেই মানুষ সবটা জানতে পারে। তাহলে আর কি কারণ বাকি থাকে?’
advertisement
advertisement
দেবাংশু এও বলেন,  ‘এবার আপনি বিবেচনা করুন ওই মেসেজ কি শুধুমাত্র নোটিফিকেশনে উল্লিখিত কারণের জন্যই পাঠানো হয়েছিল? নাকি জনসাধারণের পার্সোনাল ডেটার উপর ঠিক কতটা কব্জা করা গেল, তার কোনও পরীক্ষামূলক প্রক্রিয়া ছিল?’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Debangshu Bhattacharya: গতকালের ভূমিকম্পের আগে কোনও নোটিফিকেশন এল না কেন? এবারেও কেন্দ্রকে কটাক্ষ দেবাংশু
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement