গোয়ার পর এবার কলকাতায় সিনিয়র সিটিজেনদের জন্য ‘ডেটিং ট্যুর’-এর ব্যবস্থা

Last Updated:

একা-নিঃসঙ্গ জীবন। স্মৃতির সরণিতে ভালবাসার-ভাললাগার কোলাজ। তাঁদের মুখের রেখায় বয়সের আঁচড়। কিন্তু মনটা সবুজ।

#কলকাতা: একা-নিঃসঙ্গ জীবন। স্মৃতির সরণিতে ভালবাসার-ভাললাগার কোলাজ। তাঁদের মুখের রেখায় বয়সের আঁচড়। কিন্তু মনটা সবুজ। সেই সবুজ মনেই উঁকি দিয়ে যায় ভাবনা। যদি আবার ফিরে যাওয়া যায় আগের দিনগুলোয়। এমনই সিনিয়র সিটিজেনদের পাশে ঠিকানা সিমলা। ডেটিং টুর থেকে স্বয়ম্বর সভা, দেদার খানাপিনা, সব আয়োজন উদ্যোক্তাদের।
হাত বাড়ালেই বন্ধু এখন এক ক্লিকেই। সিনিয়র সিটিজেনদের জন্য ডেটিং ট্যুর। সোশাল মিডিয়ার মাধ্যমে এই উদ্যোগ নিয়েছে ঠিকানা সিমলা। সোশাল সাইটে প্রচার চালাচ্ছে এই সংস্থা।
আপনজন পর হয়েছেন আগেই। একাকীত্ব ভাবায়, কখনও কাঁদায়। নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধাদের জীবনে বদল আনতেই অভিনব এই উদ্যোগ। ২৯ এপ্রিল মহাবীর জয়ন্তীতে সিনিয়র সিটিজেনদের জন্য ডেটিং ট্যুরের আয়োজন করেছে ঠিকানা সিমলা। কলকাতা থেকে বাসে জুনপুট সফর। দিন-রাতের ট্রিপ। পথে খানা-পিনার আয়োজন। সমুদ্র সৈকতে পৌঁছে এক পেয়ালা চা বা বিয়ারের ক্যান হাতে সূর্যোদয় দেখা। তারপর ব্রেকফাস্ট। অবসরে পছন্দের সঙ্গীকে আরও কাছ থেকে জেনে নেওয়া।
advertisement
advertisement
ডেটিং টুরের পাশাপাশি থাকছে অন্য বিনোদনও। ২২ এপ্রিল স্বয়ম্বরে ভবিষ্যত সঙ্গীদের বেছে নেওয়া। পথ দেখিয়েছিল গোয়া। এবার কলকাতাতেও বয়স্কদের জন্য চালু ডেটিং ট্যুর। সাবালক হচ্ছে এ শহরও।
রিপোর্টার:  আবীর ঘোষাল। 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গোয়ার পর এবার কলকাতায় সিনিয়র সিটিজেনদের জন্য ‘ডেটিং ট্যুর’-এর ব্যবস্থা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement