Dakshineswar Metro Station Attack Update: বাগবাজার হাইস্কুলের ছাত্রকে পর পর কোপ সহপাঠীর! দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে কী ঘটল?

Last Updated:

আহত ছাত্রকে উদ্ধার করে প্রথমে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা৷

মৃত মনোজিৎ যাদব৷
মৃত মনোজিৎ যাদব৷
দুপুর আড়াইটে৷ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সপ্তাহের অন্যান্য দিনের মতোই যাত্রীদের ভিড় এবং ব্যস্ততা৷ আচমকাই স্টেশনের টিকিট কাউন্টারের সামনে স্কুল পড়ুয়া দুই ছাত্রের মধ্যে শুরু হল বচসা৷ কয়েক মুহূর্তের মধ্যেই পকেট থেকে ধারালো অস্ত্র বের করে এক ছাত্রকে কোপাতে শুরু করল তারই এক সহপাঠী৷
এই ঘটনায় রীতিমতো শিউরে ওঠেন স্টেশন চত্বরে থাকা যাত্রীরা৷ ছুটে আসেন স্টেশনে থাকা কর্তব্যরত আরপিএফ-এর জওয়ানরা৷ আহত ছাত্রকে উদ্ধার করে প্রথমে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা৷ মাঝপথে ওই ছাত্র অসুস্থ বোধ করে ওই ছাত্র৷ তখন তাকে বরানগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
advertisement
জানা গিয়েছে, মৃত ওই ছাত্রের নাম মনোজিৎ যাদব (১৭) সে বাগবাজার হাইস্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া৷ বরানগরের এস পি ব্যানার্জী রোডের বাসিন্দা ছিল মনোজিৎ৷
advertisement
আরপিএফ সূত্রে খবর, এ দিন বেলা আড়াইটে নাগাদ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে একসঙ্গে বাইরে আসে মনোজিৎ সহ সাতজন স্কুল ছাত্র৷ স্টেশন থেকে বেরনোর সময়ই এক সহপাঠীর সঙ্গে বচসা শুরু হয় মনোজের৷ আচমকাই পকেট থেকে ধারালো অস্ত্র বের করে মনোজিতের ঘাড়ে, পিঠে কোপাতে শুরু করে অভিযুক্ত৷ মনোজিতের তিন সহপাঠীই এবং আরপিএফ-এর পক্ষ থেকে দ্রুত আহত ছাত্রকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়৷ যদিও অভিযুক্ত ছাত্র ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ অস্ত্র নিয়ে কীভাবে ওই ছাত্র মেট্রো সফর করল, তা নিয়েও প্রশ্ন উঠছে৷
advertisement
সহ প্রতিবেদন- সুবীর দে
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dakshineswar Metro Station Attack Update: বাগবাজার হাইস্কুলের ছাত্রকে পর পর কোপ সহপাঠীর! দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে কী ঘটল?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement