DA in West Bengal: 'অফিসে এলেও কাজ করব না', আইনের ফাঁক গলে কর্মবিরতিতে সায়? বাংলায় কী ঘটতে চলেছে?

Last Updated:

DA in West Bengal: কর্মচারীদের একাংশের তরফে অবশ্য আবার বিরূপ প্রতিক্রিয়া উঠে এসেছে।

সরকারি কর্মীদের হুঁশিয়ারি
সরকারি কর্মীদের হুঁশিয়ারি
কলকাতা: তাহলে কি আইনের ফাঁক গলেই কর্মবিরতিতে সাড়া দিচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ? অন্তত সোমবারে বিভিন্ন দপ্তরে সরকারি কর্মচারীদের বিভিন্ন মন্তব্য থেকে এমনটাই চর্চা চলছে। রাজ্য অর্থ দপ্তর গত শনিবার নির্দেশিকা জারি করেছে আজও আগামীকাল সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক। সেই মোতাবেক সরকারি কর্মচারীরা সোমবার সকাল থেকেই নবান্ন মহাকরণে আসতে শুরু করলেও একাংশ অবশ্য কাজে যোগ দিতে গররাজি। তাদের তরফে অবশ্য দাবী তারা নৈতিকভাবে সমর্থন জানাচ্ছেন ডিএ ইস্যুতে কর্মবিরতিকে। মহাকরণে কর্ম বিরতি কে সমর্থন জানিয়ে এক কর্মচারী বলেন "আমরা অফিসে এসেছি এটা ঠিক। না হলে আমাদের বেতন কাটা যাবে। কিন্তু আমরা আজ কাজে যোগ দেব না। আগামীকাল কর্মবিরতিও করব।" তবে কর্মচারীদের একাংশ তরফে অবশ্য আবার বিরূপ প্রতিক্রিয়া উঠে এসেছে।
তাদের মধ্যে থেকে কেউ কেউ বলছেন "আমরা যে চেয়ারে বসে রয়েছি সেই চেয়ারে বসে কাজ করতেই হবে। এখানে নৈতিকভাবে সমর্থনের প্রসঙ্গটি আসে না। তার কারণ বিষয় টি এখন সুপ্রিম কোর্টের বিবেচনাধীন।"যদিও এদিন মহাকরণে কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক থাকলেও উপস্থিত থাকা কর্মচারীদের একাংশ অবশ্য এদিন কাজে যোগ দিতে গররাজি ছিলেন। তবে নবান্নে অন্যান্য দিনের মতোই এদিন কর্মচারীদের উপস্থিতি ছিল স্বাভাবিক। তবে রাজ্যের অন্যান্য দফতরে অবশ্য কর্মচারীদের কর্মবিরতির দাবি কে সমর্থন জানিয়ে মিছিল, স্লোগান করতে দেখা যায়। অন্যান্য দফতরের অবশ্য অনেক কর্মচারীদেরই কর্মবিরতির দাবিকে সমর্থন জানিয়ে এদিন কাজ না করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
আর তার সঙ্গে সঙ্গেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে গত শনিবার রাজ্য অর্থ দপ্তরের তরফের জারি করার নির্দেশিকা কে কার্যত হাতিয়ার করেই পরোক্ষভাবে কর্মবিরতির পক্ষেই সায় দিলেন কর্মচারীদের একাংশ? প্রসঙ্গত গত শনিবার রাজ্য অর্থ দফতর এর তরফে নির্দেশিকা জারি করে জানানো হয় সোম ওর মঙ্গলবার অনুপস্থিত থাকলে "সার্ভিস ব্রেক" হবে। দুদিনের বেতনও কাটা যাবে। তার সঙ্গে করা হবে শোকজ। শোকাসের উত্তর যথাযথ না হলে বা তার পক্ষে যথাযথ তথ্য না দিতে পারলে বিভাগীয় তদন্তে সম্মুখীন হতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে।
advertisement
শুধু তাই নয় গোটা প্রক্রিয়াটি ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে বলে অর্থ দফতর নির্দেশিকা দিয়েছে। এই নির্দেশিকার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হবে বলে ইতিমধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে। যদিও এদিন কর্মবিরতির প্রভাব পড়েছে বলেও দাবি করেছেন সংগ্রামী যৌথ মঞ্চে সদস্যরা। সবমিলিয়ে অফিসে এলেও যারা পরোক্ষভাবে কর্মবিরতিকে সায় দিচ্ছেন তাদের বিরুদ্ধে কি কোন পদক্ষেপ হবে? আপাতত তা নিয়েই চলছে জোর চর্চা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
DA in West Bengal: 'অফিসে এলেও কাজ করব না', আইনের ফাঁক গলে কর্মবিরতিতে সায়? বাংলায় কী ঘটতে চলেছে?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement