DA || Kolkata Municipal Corporation: খাতায় সই করেই ডিএ আন্দোলনে বহু কর্মচারি, কলকাতা পুরসভায় হাজিরা ৯০ শতাংশ
- Published by:Satabdi Adhikary
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
সকাল থেকে কর্মীরা পুরসভায় এলেও কাজে যোগ দিলেন না কর্মচারীদের এক অংশ। হাজিরা দিয়ে বিক্ষোভ অবস্থানে সামিল হন বেশ কিছু কর্মী। পুর ভবনের সদর দফতরের বিভিন্ন বিভাগে চোখে পড়ল ফাঁকা চেয়ার। অনেক দফতরে কর্মচারীরা এলেও কাজ যোগদান করেননি তাঁরা। তবুও দিনের শেষে সদর দফতরেই হাজিরার পরিসংখ্যান ৯২.১০ শতাংশ।
কলকাতা: কলকাতা পুরসভাতেও পড়ল ডিএ বিক্ষোভের আঁচ। সোমবার ডিএ নিয়ে বিক্ষোভে শামিল হলেন পুরকর্মীদের একাংশ। তবে, সেই প্রভাব নিচান্তই সামান্য। অন্তত, দিনের শেষে পরিসংখ্যান তাই বলল। জানা গিয়েছে, সোমবার পুরসভার সদর দফতর-সহ বরো অফিসে হাজিরা ছিল ৯০ শতাংশেরও বেশি। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল পরিষেবা। আগামিকালও একইসঙ্গে পুরসভার কাজ ও ডিএ-র দাবিতে বিক্ষোভ অবস্থান চলবে বলেই সূত্রের খবর। বকেয়া ডিএ-র দাবি নিয়ে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে কলকাতা পুরসভার সিপিএম প্রভাবিত ক্লার্কস ইউনিয়ন।
সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা দুদিনের পূর্ণ দিবস কর্মবিরতিতে মিশ্র প্রভাব কলকাতা পুরসভায়। সকাল থেকে কর্মীরা পুরসভায় এলেও কাজে যোগ দিলেন না কর্মচারীদের একটা অংশ। হাজিরা দিয়েও এদিন বিক্ষোভ অবস্থানে শামিল হন বেশ কিছু কর্মী। পুর ভবনের সদর দফতরের বিভিন্ন বিভাগে চোখে পড়ল ফাঁকা চেয়ার। বহু দফতরে কর্মচারীরা উপস্থিত থাকলেও কাজ যোগ দিতে দেখা যায়নি তাঁদের অনেককে। তবুও দিনের শেষে, শুধুমাত্র সদর দফতরেই হাজিরার পরিসংখ্যান ছিল ৯২.১০ শতাংশ।
advertisement
আরও পড়ুন: ফের ভাইরাস-আতঙ্ক! জ্বর, কাশি, শ্বাসকষ্ট! এক্কেবারে করোনার মতো, বাচ্চাদের সামলে..
এই পরিসংখ্যান দেখেই পুর কর্তৃপক্ষের ধারণা, উপস্থিত কর্মচারীদের অনেকেই হাজিরার খাতায় সই করে অফিস কামাই করেছেন, অথবা অনেকে হাজিরার খাতায় সই করেও কাজের চেয়ারে বসেননি।
advertisement
এদিন কলকাতা পুরসভার হাডকো বিল্ডিংয়ে লাগাতার দুদিন ব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি পালন করলেন পুরসভার কর্মীদের একাংশ। কর্মবিরতির বিক্ষোভ অবস্থানে বসা ইন্দ্রনীল মুখোপাধ্যায় বলেন, "আমরা পেন ডাউন কর্মসূচি করছি। অর্থাৎ, হাজিরা দিয়েও কর্মবিরতি পালন করছি। এরপরেও যদি দাবি না মানা হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনে যাব আমরা। রাজ্য স্তব্ধ করে দেওয়া হবে। অচল করে দেওয়া হবে।"
advertisement
আরও পড়ুন: অ্যাডিনোভাইরাস থেকে সাবধান! রোগ থেকে বাঁচাতে কী কী খাওয়াবেন বাচ্চাকে? জেনে রাখুন
চলতি অর্থবর্ষে সরকার ৩ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু তাতে খুশি নয় রাজ্যের অধিকাংশ সরকারি কর্মী সংগঠন। বকেয়া ডিএ এর দাবিতে সোম এবং মঙ্গল এই দুদিন পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিয়েছে কর্মচারীদের যৌথ মঞ্চ। তবে, রাজ্য সরকারও পিছু হঠতে নারাজ। এই দুদিন কাজে যোগ না দিলে, সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশিকা জারি করেছে নবান্ন। প্রয়োজনে শো-কজ করারও হুমকি দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 20, 2023 8:39 PM IST