Cyclone Yaas: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, জেনে নিন কীভাবে সুরক্ষিত রাখবেন নিজেকে

Last Updated:

ঝড় চলাকালীন কী করবেন, কী করবেন না, একনজরে দেখে নেওয়া যাক

#কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas)৷ আমফানের (Amphan) থেকে শিক্ষা নিয়ে যথেষ্ঠ প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার৷ ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক হয়েছে ইয়াস মোকাবিলায়৷ তৎপর রয়েছে বিভিন্ন দফতরের কর্মীরা৷ গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ৭২ ঘণ্টা (72 hours Cyclone Yaas Bengal)রাজ্যে ইয়াসের দাপট থাকবে, ঝড় চলবে বাংলায়, সোমবারই নবান্নে সাংবাদিকদের জানিয়েছেন তিনি৷ সাধারণ মানুষের প্রতিও তিনি সাবাধানে থাকার পরামর্শ দিয়েছেন৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, ঝড়ের মধ্যে যেন কেউ বাইরে না বেরোন, গাড়ি না চালান এবং জানলা-দরজাও না খোলেন৷ সব রকমভাবে নিজেদের সুরক্ষিত রাখার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একেবার অভিভাবকের মতোই তিনি রাজ্যবাসীকে নির্দেশ দিয়েছেন৷
ইতিমধ্যেই দু’লক্ষ পুলিশ হোম গার্ড,সিভিক ভলেন্টিয়ার, আর্মি, নেভি তৈরি রয়েছে৷ আপফানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইয়াস মোকাবিলায় ৭৪ হাজার অফিসার ও কর্মচারীকে সরাসরি কাজের নির্দেশ দেওয়া হয়েছে৷ জায়গায় জায়গায় তৈরি বিপর্যয় মোকাবিলা টিম। ঝড় চলাকালীন কী করবেন, কী করবেন না, একনজরে দেখে নেওয়া যাক।
advertisement
advertisement
ঝড়ের আগে কী করবেন
-গুজব ছড়াবেন না ও আতঙ্কিত হবেন না- মোবাইলে পর্যাপ্ত চার্জ দিয়ে রাখুন। বৈদ্যুতিন সংযোগ এড়াতে এসএমএস ব্যবহার করুন-টিভি, রেডিও ও সোশাল মিডিয়া থেকে ঝড় সংক্রান্ত তথ্য সংগ্রহ করুন-প্রয়োজনীয় কাগজপত্র, দামি জিনিস শুকনো জায়গায় রাখুন- আপ‍ৎকালীন পরিস্থিতির জন্য জরুরি জিনিস প্রস্তুত রাখুন- আপনার বাড়ি নিরাপদে রাখুন, বাড়ির রক্ষণাবেক্ষণ করুন, কোনও ধারাল জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না- গবাদি পশু বেঁধে রাখবেন না
advertisement
ম‍ৎস্যজীবীদের করণীয়- পর্যাপ্ত ব্যাটারি-সহ রেডিও নিজের কাছে রাখুন- নিরাপদ জায়গার নৌকা বেঁধে রাখুন- গভীর সমুদ্রে যাবেন না
ঝড় চলাকালীন কী করবেন
- কোনও বৈদ্যুতিক ও বৈদ্যুতিন যন্ত্র, গ্যাস ব্যবহার করবেন না- বাড়ির জানলা-দরজা বন্ধ রাখুন- বাড়ি বিপজ্জনক হলে ঝড়ের আগে সেখান থেকে বেরিয়ে আসুন- রেডিওতে ঝড়ের তথ্য নিন- ফোটানো জল পান করুন- প্রশাসনের সতর্কবার্তাতেই ভরসা রাখুন
advertisement
বাড়ির বাইরে থাকলে কী করবেন
- ভাঙা বাড়িতে আশ্রয় নেবেন না- বৈদ্যুতিন তার, পোলের থেকে দূরে থাকুন- যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ জায়গায় চলে যান
জলপথ এড়ানোর পরামর্শ দিয়েছে প্রশাসন। সতর্কতা জারি হয়েছে আকাশপথেও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cyclone Yaas: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, জেনে নিন কীভাবে সুরক্ষিত রাখবেন নিজেকে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement