#কলকাতা: আমফানের (Cyclone Amphan) পুনরাবৃত্তি আর চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আমফান থেকে 'শিক্ষা' নিয়েই তাই ইয়াসের (Cyclone Yaas) ক্ষেত্রে আর 'ভুল' করতে চান না তিনি। তাই ইয়াসের ক্ষতিপূরণ ও ত্রাণ বণ্টনের রাশ নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'আগামী ৩ থেকে ১৮ জুন ‘দুয়ারে ত্রাণ’-এর জন্য ক্ষতিগ্রস্তদের আবেদন নেওয়া হবে। এবার আর কারও মাধ্যমে নয়, আপনারা যাঁরা ক্ষতিগ্রস্ত, তাঁরাই সরাসরিই আবেদন করবেন। যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, ততটুকুই বলবেন। ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সেই আবেদনগুলি খতিয়ে দেখা হবে সরকারের তরফে। এরপর ১ থেকে ৮ জুলাইয়ের মধ্যে সরাসরি ক্ষতিগ্রস্তরা ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন।'
বাংলায় এবারের বিধানসভা ভোটের প্রচারে 'দুয়ারে রেশন'-এর ঘোষণা করেছিলেন মমতা। সরকারে আসার পর ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জেলায়। কিন্তু আমফানের সময় ত্রাণ নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ত্রাণ দুর্নীতির একের পর এক অভিযোগ উঠেছিল। যা ভোটের প্রচারে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করেছিল BJP। তাই এবার ইয়াসের পর সেই পরিস্থিতির পুনরাবৃত্তি চান না মুখ্যমন্ত্রী। প্রথমে ‘দুয়ারে সরকার’, তারপর 'দুয়ারে রেশন'-এর আদলে এবার ইয়াসের পর ‘দুয়ারে ত্রাণ’ বিলি করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রায় দু’দিন নিজে কন্ট্রোলরুমে থেকে বাংলার ক্ষয়ক্ষতি কতটা, তা বুঝে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই গোটা রাজ্যের ক্ষয়ক্ষতির হিসেব হাতে চলে আসবে সরকারের হাতে। তবে, এখনই যা হিসেব পাওয়া যাচ্ছে তাতে, ইয়াসের প্রভাবে বাংলার প্রায় ১৫ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দপ্তরের সচিবদের থেকে ক্ষতির খতিয়ান নিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, বিপর্যয় কাটলে সবার আগে দ্রুত উদ্ধারকাজ, ক্ষতিপূরণের কাজ শুরু করা হবে। মুখ্যসচিবের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ইয়াসের প্রভাবে বাংলার ১.১৬ লক্ষ হেক্টর কৃষিজমির ক্ষতি হয়েছে। যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২০০০ কোটি টাকা। এছাড়াও গত দু-তিন দিনে বিভিন্ন জায়গায় টর্নেডোর কারণেও প্রচুর বাড়ির ক্ষতি হয়েছে, ভেঙে গিয়েছে অজস্র কাঁচাবাড়ি। তাঁদেরও ক্ষতিপূরণ মিলবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন রাজ্যের তরফে আপাতত ১০০০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cyclone Amphan, Cyclone Amphan update, Cyclone Yaas, Cyclone Yaas update, Government of west bengal, Mamata Banerjee, Sundarban