Cyclone Yaas LIVE Updates: বানভাসী কাকদ্বীপ, মুড়িগঙ্গা! দিঘায় নামল সেনা
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Cyclone Yaas Live Updates in West Bengal and Odisha: সাইক্লোনটির চোখ যাবে পারাদ্বীপ এবং সাগরের মধ্যবর্তী অঞ্চল দিয়ে। দিঘা থেকে এই মুহূর্তে যশের দূরত্ব ১০০ কিলোমিটার।
ওড়িশায় হানা দিতে চলেছে সাইক্লোন ইয়াস। সকাল আটটা থেকেই ল্যান্ডফল শুরু করবে সাইক্লোন। ল্যান্ডফল হবে সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্যে ইতিমধ্যেই তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সাইক্লোনটির চোখ যাবে পারাদ্বীপ এবং সাগরের মধ্যবর্তী অঞ্চল দিয়ে। দিঘা থেকে এই মুহূর্তে যশের দূরত্ব ২৪০ কিলোমিটার। ওড়িশার ভদ্রক জেলার ধামরা-চাঁদবালি অঞ্চলে ল্যান্ডফল হতে পারে ইয়াসের। গোটা পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাত জাগছেন নবান্নের কন্ট্রোল রুমে।
সাইক্লোনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতি হবে পূর্ব মেদিনীপুর জেলায়। আছড়ে পড়ার সময় পূর্ব মেদিনীপুরে ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ১৪৫ কিমি। দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের বেগ হবে ঘণ্টায় ৯০-১০০ কিমি। কলকাতা, হাওড়া, হুগলিতে ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৭০-৮০ কিমি। তবে, আমফানের মতো প্রভাব এই রাজ্যে পড়বে না বলেই মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2021 10:29 PM IST