Cyclone Yaas: আমফান থেকে শিক্ষা, আগেই বিভিন্ন জায়গায় কাটা হল গাছের ডাল, ঝড়ের জন্য প্রস্তুত বন দফতর

Last Updated:

দুর্যোগ সরে গেলেই যাতে দ্রুত গতিতে রাস্তা থেকে ভেঙে পড়া গাছ সরিয়ে ফেলা যায়, সে জন্য তৎপর বন দফতরের একটি বিশেষ টিম।

কলকাতা: আমফান থেকে শিক্ষা নিয়ে এ বার আর কোনও রকম দেরি করতে চায় না বন দফতর। দুর্যোগ সরে গেলেই যাতে দ্রুত গতিতে রাস্তা থেকে ভেঙে পড়া গাছ সরিয়ে ফেলা যায়, সে জন্য তৎপর বন দফতরের একটি বিশেষ টিম।
বন দফতর সূত্রে খবর, গাছ কাটার বিশেষ প্রশিক্ষিতদের নিয়ে অনেকগুলি টিম তৈরি হয়েছে। সব মিলিয়ে প্রায় চল্লিশটার মতো এমন টিম তৈরি হয়েছে। প্রত্যেক টিমে থাকছেন ৮-৯ জন করে গাছ কাটার লোক। আর মাথায় থাকছেন এক জন টিম-লিডার।
কলকাতায় এ রকম আটটি দল থাকছে। একই ভাবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় থাকছে আটটি করে টিম। অন্য দিকে উত্তর ২৪ পরগনায় থাকবে ছ'টি দল। জেলায় দলগুলি জেলাশাসকের সঙ্গে সমন্বয় রেখে চলবে। কলকাতায় এই দলগুলি থানার সঙ্গে যোগাযোগ রাখবে। দুর্যোগ থেমে গেলেই এই দলগুলি যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা থেকে ভেঙে পড়া গাছ সরানোর কাজ করবে। তা ছাড়াও ঝড়ের সময়েও বিশেষ প্রয়োজনে এই দলগুলিকে কাজে লাগানো যাবে।
advertisement
advertisement
রাজ্যের মুখ্য বনপাল রবিকান্ত সিনহা বলেন, "আমফানের সময়ে প্রচুর গাছ পড়ে বিরাট বিপত্তি হয়েছিল। সে কথা মাথায় রেখেই এই দলগুলিকে তৈরি করা হয়েছে। এদের কাছে অত্যাধুনিক গাছ কাটার সমস্ত রকম যন্ত্রপাতি থাকছে। সেগুলি ব্যবহারের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এই দলগুলি সংশ্লিষ্ট প্রশাসনের পাশাপাশি বিদ্যুৎ দফতরের সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় রেখে কাজ করবে। জেলায় জেলাশাসকের নির্দেশে এদের মোতায়েন করা হবে। নির্দেশ পেলেই এরা ঘটনাস্থলে গিয়ে অতি দ্রুততার সঙ্গে গাছ কাটা এবং সরিয়ে ফেলার কাজ করবে।"
advertisement
এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আমফানের মতো বিপুল ক্ষয়ক্ষতি ইয়াসে না-ও হতে পারে। তা হলেও কাজে কোনও ঢিলেমি দিচ্ছেন না বন দফতরের কর্তারা। সুন্দরবনে নোনা জল ঢুকে গেলে বন্যপ্রাণ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। রবিকান্ত বলেন, "আমরা ইতিমধ্যেই উদ্ধারকারী দল এবং চিকিৎসকের পর্যাপ্ত ব্যবস্থা করে রেখেছি। যাতে কোনও রকম খবর পেলেই ওই দলগুলি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।"
advertisement
Shalini Datta
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cyclone Yaas: আমফান থেকে শিক্ষা, আগেই বিভিন্ন জায়গায় কাটা হল গাছের ডাল, ঝড়ের জন্য প্রস্তুত বন দফতর
Next Article
advertisement
Mamata In Bankura: আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষের সভায়?
আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষে?
  • বিধানসভা ভোটের লক্ষ্যে ইতিমধ্যেই প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ১'লা জানুয়ারি থেকে চলবে সেই প্রচার কর্মসূচী। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জায়গা বাছাই করা হয়েছে, সেখানে প্রচার চালালে একাধিক দিকের মানুষের কাছে সহজেই বার্তা চলে যাবে। তাই বাঁকুড়ার এই স্থানই বেছে নিয়েছে তৃণমূল

VIEW MORE
advertisement
advertisement