Cyclone Sitrang || ধেয়ে আসছে সাইক্লোন সিত্রাং, জারি বিশেষ সতর্কতা! যা যা নির্দেশ দেওয়া হল নবান্নের তরফে...

Last Updated:

দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, বকখালি, সাগরে ওয়াটার ট্যুরিস্ট অ্যাক্টিভিটি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিলেন বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব।

নবান্নের তরফে জারি বিশেষ সতর্কতা৷
নবান্নের তরফে জারি বিশেষ সতর্কতা৷
#কলকাতা: সাইক্লোনকে মাথায় রেখে আরও একাধিক নির্দেশ জারি করল নবান্ন। দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, সাগর, বকখালির মতো জায়গাগুলিতে আপাতত ওয়াটার টুরিস্ট অ্যাক্টিভিটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, পর্যটকদের গতিবিধি যাতে নিয়ন্ত্রণ করা হয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের পর্যটন দফতরকেও। ১ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে এই সতর্কতাও ইতিমধ্যেই দেওয়া হয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে। পাশাপাশি কলকাতা পুরসভার কমিশনারকেও চিঠি দিয়ে জানানো হয়েছে যাতে নর্দমাগুলি পরিষ্কার রাখা হয়৷ গাছ কাটা যন্ত্রপাতি প্রস্তুত রাখার বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
তারই সঙ্গে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী জেলাশাসকদের প্রস্তুত করে রাখতে বলা হয়েছে। ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে, তা নিয়েই মূলত আগাম সর্তকতামূলক ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়াকে।
advertisement
ইতিমধ্যেই নীচু এলাকার বাসিন্দাদের যাতে নিরাপদ স্থানে সরানো হয় সে বিষয়ে নির্দেশ রবিবারই রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরে দেওয়া হয়েছিল এই জেলাগুলিকে। ইতিমধ্যেই ৩০ হাজারেরও বেশি বাসিন্দা কে নিচুস্থান থেকে আশ্রয় শিবিরে সরানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
advertisement
আরও পড়ুন: প্রতি মাসে ১০০ টাকা ডোনেশন দিতে হবে পড়ুয়াদের, কর্নাটক সরকারের নিয়মে বিতর্ক
যার মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি, মিনাখা, হিঙ্গলগঞ্জের মতো জায়গাগুলি থেকে সাড়ে ৭ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা, গোসাবার মতো জায়গাগুলি থেকে ৯ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ওয়ান, রামনগর দুই ব্লক  এর মত জায়গা গুলি থেকে ১৬ হাজার বাসিন্দা কে নিরাপস্থানে সরানো হয়েছে। অন্যদিকে কালীপুজো থাকলেও ইতিমধ্যেই গোটা পরিস্থিতি সমান দিতে ছুটি বাতিল করেছে নবান্ন সোমবার দিনভর নবান্ন থেকে শীর্ষ পর্যায়ের আধিকারিকরা গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছেন। ৬ জেলাতে ৬ সচিবকেও দায়িত্বে দেওয়া হয়েছে গোটা পরিস্থিতি নিয়ে জেলাগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখার জন্য।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cyclone Sitrang || ধেয়ে আসছে সাইক্লোন সিত্রাং, জারি বিশেষ সতর্কতা! যা যা নির্দেশ দেওয়া হল নবান্নের তরফে...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement