Kolkata traffic update: রিমলের তাণ্ডবে লন্ডভন্ড কলকাতা! গাছ পড়ে, জল জমে দুর্ভোগ কোন কোন রাস্তায়?

Last Updated:

এ দিন সকালেও কলকাতার বেশ কিছু রাস্তায় ভেঙে পড়া গাছ সরানোর কাজ করেছেন কলকাতা পুরসভা, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পূর্ত দফতরের কর্মীরা৷

জলমগ্ন ক্যামাক স্ট্রিট৷
জলমগ্ন ক্যামাক স্ট্রিট৷
কলকাতা: একটানা ভারী বৃষ্টি, সঙ্গে তীব্র বেগে ঝড়৷ ঘূর্ণিঝড় রিমলের জেরে লন্ডভন্ড হল কলকাতাও৷ শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে৷ আবার টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর এবং দক্ষিণ কলকাতার একাধিক রাস্তাও৷ এর পাশাপাশি এন্টালির বিবির বাগান এলাকায় বাড়ির কার্নিশ ভেঙে রবিবার রাতেই এক ব্যক্তির মৃত্যুও হয়েছে৷
কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, রবিবার রাতের দুর্যোগে সবমিলিয়ে কলকাতায় পঞ্চাশটিরও বেশি জায়গায় গাছ পড়েছে৷ গাছ পড়েছে গড়িয়াহাট, পার্ক সার্কাস, ঢাকুরিয়ার মতো বিভিন্ন এলাকায়৷ এখনও জল জমে রয়েছে পার্ক সার্কাস, ক্যামাক স্ট্রিট, বর্ধমান রোড, এস পি মুখার্জী রোড, কলেজ স্ট্রিট এলাকায়৷ ক্যামাক স্ট্রিটে একটি পাঁচিলও ভেঙে পড়ে৷ লেক মার্কেট এলাকায় বিপজ্জনক ভাবে হেলে পড়ে একটি গাছ৷ কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনেও জল জমে যাওয়ায় ধীর গতিতে যান চলাচল করছে৷ সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধি রোডেও হাঁটু জল জমে যান চলাচল ব্যাহত হচ্ছে৷ সমস্যায় পড়েছেন পথচারীরা৷ সল্টলেকের এএ, এসি ব্লকের মতো বিভিন্ন রাস্তাতেও গাছ ভেঙে পড়েছে৷
advertisement
advertisement
যে সমস্ত রাস্তায় জল জমে রয়েছে, সেই রাস্তাগুলিতে স্বভাবতই ধীর গতিতে যান চলাচল করছে৷ যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজও কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
advertisement
ফলে সপ্তাহের প্রথম কাজের দিনে কলকাতার রাস্তায় যানজটে পড়ে দুর্ভোগের আশঙ্কা থাকছেই৷ তাই জরুরি কাজে বাড়ি থেকে বেরোলে হাতে সময় নিয়ে বেরনোই ভাল৷
এ দিন সকালেও কলকাতার বেশ কিছু রাস্তায় ভেঙে পড়া গাছ সরানোর কাজ করেছেন কলকাতা পুরসভা, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পূর্ত দফতরের কর্মীরা৷ গল্ফ গ্রিন, পার্ক সার্কস থেকে বালিগঞ্জ ফাঁড়ি যাওয়ার রাস্তা এ দিন সকালে গাছ পড়ে আংশিক বন্ধ রাখতে হয়৷ মেয়র ফিরহাদ হাকিম অবশ্য দাবি করেছেন, শহরের অধিকাংশ জায়গা থেকেই ভেঙে পড়া গাছ সরিয়ে ফেলা হয়েছে৷
advertisement
সহ প্রতিবেদন- শঙ্কু সাঁতরা, অর্পিতা হাজরা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata traffic update: রিমলের তাণ্ডবে লন্ডভন্ড কলকাতা! গাছ পড়ে, জল জমে দুর্ভোগ কোন কোন রাস্তায়?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement