হোম /খবর /কলকাতা /
ঘূর্ণিঝড় ফণী আশঙ্কায় বাতিল ট্রেন ফের চালু হল মুখ্যমন্ত্রীর অনুরোধে

ঘূর্ণিঝড় ফণী আশঙ্কায় বাতিল ট্রেন ফের চালু হল মুখ্যমন্ত্রীর অনুরোধে

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে নতুন করে চালু হল বেশ কিছু লোকাল ট্রেন ৷ ঘূর্ণিঝড় ফণীর আশঙ্কায় বাতিল করা হয় একাধিক লোকাল ট্রেন ৷ বিভিন্ন স্টেশনে আটকে পড়েন যাত্রীরা ৷ রেলমন্ত্রকের সঙ্গে কথা রাজ্যের ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে কিছু ট্রেন ফের চালু করা হয় ৷

    শুক্রবার বিকেল ৩টে থেকে রাত বারোটা এবং এমনকি শনিবার সকাল ৬টা পর্যন্ত বাতিল ট্রেনের তালিকা ঘোষণা করল পূর্ব রেলওয়ে ৷ওড়িশায় তাণ্ডব চালানোর পর এবার ফণী পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার পথে। দাঁতন, ঝাড়গ্রাম হয়ে সন্ধের মধ্যেই রাজ্যে প্রবেশ। ফণীর দাপট বাড়বে গভীর রাত থেকে ভোররাত পর্যন্ত। রাতভর কলকাতা সহ জেলায় তাণ্ডব চালানোর পর শনিবার সন্ধেয় বাংলাদেশের দিকে সরবে ফণী।

    ওড়িশা থেকে উত্তর-পূর্ব দিক হয়ে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ফণীর আছড়ে পড়ার সম্ভাবনা বাংলায় ৷ ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১১৫ কিলোমিটার ৷ ঝড়ের ভয়াবহ তাণ্ডবের আশঙ্কায় আগেভাগেই ট্রেন বাতিল করল পূর্ব রেলওয়ে ৷

    First published:

    Tags: Cyclone Fani, Cyclone Fani effect, Fani, Mamata Banerjee, Train service, Train Service Disrupted