Train Cancel: শুক্রবার কাজে বেরবেন? একাধিক ট্রেন বাতিল কিন্তু! হাওড়া স্টেশন যাওয়ার আগে শিগগির জেনে নিন, না হলেই বিপত্তি
- Published by:Rachana Majumder
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Cyclone Dana Train Cancel: পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, আবহাওয়া দফতরের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপদ এড়াতে ঝড়ের সময়ে লাইনে ট্রেন চলাচল চালু রাখা হবে না।
কলকাতা: যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেলওয়ে। হাওড়া থেকে বাতিল থাকবে ২৫ লোকাল ট্রেন, ব্যান্ডেল থেকে বাতিল থাকবে ১২টি লোকাল ট্রেন, বর্ধমান থেকে বাতিল থাকবে ৫টি লোকাল ট্রেন, শেওড়াফুলি থেকে বাতিল থাকবে ৬টি লোকাল ট্রেন। এছাড়া, শ্রীরামপুর থেকে ২টি, কাটোয়া থেকে ২টি, মেমারি থেকে একটি এবং আরামবাগ, গোঘাট, তারকেশ্বর, বারুইপাড়া, চন্দনপুর, পান্ডুয়া, গুরাপ, মশাগ্রাম, সিঙ্গুর, বেলুড়মঠ থেকে ১৫টি লোকাল বাতিল থাকবে।
হাওড়া-বর্ধমান লোকাল: ভোর ৪টে
বর্ধমান লোকাল: ভোর ৪.১৫
advertisement
গোঘাট লোকাল: ভোর ৪.২২
ব্যান্ডেল লোকাল: ভোর ৪.৪৭
তারকেশ্বর লোকাল: ভোর ৪.৫৫
গুরাপ লোকাল: ভোর ৫.০৫
ব্যান্ডেল লোকাল: ভোর ৫.১৪
সিঙ্গুর লোকাল: ভোর ৫.৩২
মসাগ্রাম লোকাল: ভোর ৫.৪৫
তারকেশ্বর লোকাল: ভোর ৫.৫৫
ব্যান্ডেল লোকাল: ৬.২৬
advertisement
ব্যান্ডেল লোকাল: সকাল ৭.০৫
শ্যাওড়াফুলি লোকাল: সকাল সাড়ে ৭টা
বেলুড়মঠ লোকাল: সকাল ৭.৪০
শ্রীরামপুর লোকাল: সকাল ৭.৪৫
শ্যাওড়াফুলি লোকাল : সকাল ৮.১২
ব্যান্ডেল লোকাল: সকাল ৮.২০
মেমারি লোকাল: সকাল ৮.৩৫
চন্দনপুর লোকাল: সকাল ৮.৪৯
শ্যাওড়াফুলি লোকাল: সকাল ৮.৫০
ব্যান্ডেল লোকাল: সকাল ৯.১০
advertisement
শ্যাওড়াফুলি লোকাল: সকাল ৯.১৫
শ্রীরামপুর লোকাল: সকাল ৯.২০
বারুইপাড়া লোকাল: সকাল ৯.৪০

এ ছাড়া, ব্যান্ডেল থেকে হাওড়াগামী ভোর ৩টে ৭ মিনিট, ৩টে ৫০ মিনিট, ৪টে ৪৫ মিনিট, সকাল ৫টা ৪০ মিনিট, সাড়ে ৬টা এবং ৭টা ১৫ মিনিটের ট্রেনগুলি বাতিল করা হয়েছে। কাটোয়া, বর্ধমানগামী ভোরের কয়েকটি ট্রেনও বাতিল থাকবে শুক্রবার। বাতিল থাকবে বর্ধমান থেকে ব্যান্ডেলগামী কিছু ট্রেন।
advertisement
পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, আবহাওয়া দফতরের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপদ এড়াতে ঝড়ের সময়ে লাইনে ট্রেন চলাচল চালু রাখা হবে না।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 24, 2024 9:48 AM IST