'বুলবুল' নিয়ে আতঙ্কিত হবেন না, বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, ট্যুইট মমতার
Last Updated:
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
#কলকাতা: রাত ৮টা-১১টায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বুলবুল। ঘূর্ণিঝড় মোকাবিলায় কোমর বেঁধে তৈরি রাজ্য প্রশাসন। হাতে আর কয়েক ঘণ্টা। তার আগে বুলবুলের ধাক্কায় বিপর্যয়ের আঁচ পেয়ে, আগাম প্রস্তুত রাজ্য প্রশাসন। নবান্নে বিপর্যয় মোকাবিলা দফতরের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর ২৪ ঘণ্টা নজর রাখা হচ্ছে। আর সেই কন্ট্রোলরুমে বসে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে মমতা লিখেছেন, ‘‘গোটা পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। ২৪ ঘন্টা খোলা থাকছে কন্ট্রোল রুম। অযথা আতঙ্কিত হবেন না। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে ১ লক্ষ ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে রাখা হয়েছে’’।
Cyclone Bulbul is about to pass through Bengal. Our State Administration is closely monitoring the situation 24x7. We are taking all measures to tackle any contingency. Special Control Rooms have been set up and NDRF-SDRF teams are deployed. (1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) November 9, 2019
advertisement
advertisement
Schools, colleges and anganwadi centres have been closed and more than 1 lac 20 thousand people have already been rescued from the vulnerable coastal areas. (2/3) — Mamata Banerjee (@MamataOfficial) November 9, 2019
Please do not panic. Kindly remain calm and co-operate with the administration in its rescue and relief efforts. Be alert, take care and stay safe. #WBFightsCycloneBulbul (3/3)
— Mamata Banerjee (@MamataOfficial) November 9, 2019
advertisement
বুলবুলের প্রকোপ থেকে আম আদমির সহায়তায় নবান্নের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। হেল্প লাইন নম্বর - ২২১৪৩৫২৬ ও ২২১৪৩৫৮৬। এছাড়াও চালু হয়েছে টোল ফ্রি নম্বর ১০৭০। যে কোনও পরিস্থিতির মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2019 5:45 PM IST
