Cyclone Asani Update: বুক ভরে নিঃশ্বাস নেবেন শহরবাসী, অজান্তেই কলকাতার বড় উপকার করে গেল অশনি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
অশনির প্রভাবেই গত কয়েকদিন ধরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা করে বৃষ্টি হয়েছে৷ পরিবেশবিদদের ভাষায় এই ধরনের বৃষ্টিকে বলা হচ্ছে 'স্মার্ট রেন'৷
#কলকাতা: অশনি আছড়ে পড়ল না ঠিকই৷ ক্ষয়ক্ষতি থেকেও বাঁচল কলকাতা সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি৷ শুধু ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়াই নয়, বরং অনেকের অজান্তেই কলকাতার বড় উপকার করে দিয়ে গেল ঘূর্ণিঝড় অশনি৷
অশনির প্রভাবেই গত কয়েকদিন ধরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা করে বৃষ্টি হয়েছে৷ পরিবেশবিদদের ভাষায় এই ধরনের বৃষ্টিকে বলা হচ্ছে 'স্মার্ট রেন'৷ কারণ এই ধরনের বিক্ষিপ্ত বৃষ্টির জেরেই গত কয়েকদিনে কলকাতার বায়ু দূষণের মাত্রা অনেকটা কমে গিয়েছে৷
advertisement
advertisement
তথ্য বলছে, গত একমাসে কলকাতার দূষণের পরিমাণ ছিল প্রতি ঘনমিটারে গড়ে একশ থেকে দেড়শ মাইক্রোগ্রাম। বুধবার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তথ্য বলছে, সেই মাত্রা এখন ৩০ থেকে ৩৫ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে নেমে এসেছে৷ শহরের অন্তত তিনটি জায়গায় বাতাসে দূষণকারী মূল পদার্থ পিএম ১০ পলিউট্যান্টের মাত্রা চল্লিশের নীচে ছিল৷ যা সাধারণ সময়ের থেকে প্রায় ৬৫ শতাংশ কম৷ এই পরিবর্তনের ফলে আগামী অন্তত একমাস শহরের বাতাসে দূষণের মাত্রা কম থাকবে বলেই দাবি করছেন আবহবিদরা৷
advertisement
পরিবেশ বিশেষজ্ঞ সোমেন্দ্র মোহন ঘোষ বলেন, 'দূষণ ঠেকাতে একাধিক ব্যবস্থা নেওয়া হলেও কলকাতার দূষণকে কোনওভাবেই ঠেকানো যাচ্ছে না। কিন্তু আজ প্রকৃতি কলকাতাকে অনেকটাই স্বস্তি দিল। আগামী এক মাস দূষণে হাঁসফাঁস পরিস্থিতি কাটিয়ে বায়ু দূষণ মুক্ত বাতাস নিতে পারবে শহরবাসী।' তথ্য বলছে গত আট মে পর্যন্ত কলকাতায় বায়ু দূষণের মাত্রা উদ্বেগজনক ছিল৷ কিন্তু ৯ তারিখ থেকে তাতে লক্ষ্যণীয় পরিবর্তন আসে৷
advertisement
কলকাতার বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ যানবাহন থেকে নির্গত ধোঁয়া। করোনাকালে লকডাউনের সময় দূষণের মাত্রা অনেকটাই কমে গিয়েছিল। তার পর আবার কলকাতাকে স্বস্তি দিল ঘূর্ণিঝড় অশনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2022 12:40 AM IST