ইয়াসের ধাক্কায় আগুন বাজারে, সবজি থেকে মাছ আরও চড়বে পারদ?
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
এমনিতেই লকডাউনে মাথায় হাত নিম্নবিত্তের, তার মধ্যে এই ইয়াস ধাক্কায় বাজারে আগুনে যেন নাভিশ্বাস উঠছে।
#কলকাতা: ইয়াস দুর্যোগ চলে গিয়েছে। কিন্তু পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগণার বহু গ্রামে এখনও ক্ষতচিহ্ন জেগে। ভেসে গিয়েছে বহু ফসলের খেত। বহু মাছের ভেরি ভেসে যাওয়ায় মাথায় হাত সাধারণ মৎস্যজীবীদেরও। আর তারই ধাক্কা এসে পড়ছে সোজাসুজি সবজি-মাছের বাজারে। কলকাতা হোক বা জেলা, মাছের বাজারের ছবিটা একই। এমনিতেই লকডাউনে মাথায় হাত নিম্নবিত্তের, তার মধ্যে এই ইয়াস ধাক্কায় বাজারে আগুনে যেন নাভিশ্বাস উঠছে।
গড়িয়াহাট বাজারে গিয়ে দেখা গেল ভেটকি, পার্শ্বে,ট্যাংরা তোপসের মতো মাছগুলির দাম বেড়েছে অনেকটা। কেজি প্রতি ১০০ টাকা বেশি দিতে হচ্ছে কাতলা মাছ কিনতে। একই রকম ছবি গড়িহাট বাজারেও। সেখানে পাল্লা দিয়ে বাড়ছে সবজি আনাজের দামও।
কেজি প্রতি ৩০ টাকা দিয়ে কিনে আসা পটল কিনতে হচ্ছে ৪০ টাকায়। দাম বেড়েছে টম্যাটো, ঢ্যাঁড়সেরও। বেগুন , ঝিঙে, উচ্ছের ক্ষেত্রেও এক কেজিতে ১০-১৫ টাকা বেশি দিতে হচ্ছে।
advertisement
advertisement
মাছ ও সবজি বিক্রেতাদের মতে যোগানের অভাব ইয়াসের কারণে। আর অনেক পাইকারি বিক্রেতারা বিচ্ছিন্ন হয়ে যোগান দিতে পারছেন না। আর যারা জোগান দিচ্ছেন তাঁরাও বেশি দাম নিচ্ছেন আগের তুলনায় কেননা অনেক ঝুঁকির মধ্যে আসতে হচ্ছে। তাছাড়া বাজারের সময়ও কমে গিয়েছে। মাছ ও সবজিওয়ালার চাইছেন যত দ্রুত সম্ভব ক্রয়ের টাকাটা তুলে লাভের অঙ্ক বুঝে বাড়ির পথে রওনা দিতে। না হলেই থাকছে পুলিশি ধড়পাকড়ের ভয়। এই সবেরই বোঝা টানতে হচ্ছে সাধারণ মানুষকে। সাধারণ সবজি মাছ কিনতেও হাত পুড়ছে। তবে উল্টোদিকটাও আছে। ক্ষেতে জল উঠে যাওয়ায় অনেকেই ক্ষেতে চাষ করা চিংড়ি বাজারে বিক্রি করে দাম বুঝে নিতে চাইছেন। ফলে শুধু চিংড়ির দামটাই সামান্য কম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2021 4:57 PM IST










