CV Ananda Bose: 'বাংলার মেয়েদের সঙ্গে অবিচার হচ্ছে' ভাইফোঁটায় বিশেষ বার্তা রাজ্যপালের

Last Updated:

CV Ananda Bose: ভাইফোঁটায় বিশেষ বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

রাজ্যপাল সি ভি আনন্দ বোস
রাজ্যপাল সি ভি আনন্দ বোস
কলকাতা: ভাইফোঁটায় বিশেষ বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিশেষ বার্তায় বোস লেখেন, “ভাইফোঁটা সমাজে দারুন একটা বার্তা পৌঁছে দেয়, ভাই ও বোনেরা একে অপরের প্রতি তাঁদের সম্পর্কের বন্ধন উদযাপনের ব্রতী হন সকলে। ভাই-বোনের সম্পর্ক এক পবিত্র সম্পর্ক। যে সম্পর্ক আমাদের সযত্নে লালন করা উচিত এবং আগামী দিনেও সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া উচিত সবার মধ্যে।”
রাজ্যপাল একইসঙ্গে লেখেন, “এটা সত্যি, বাংলার মেয়েদের সঙ্গে অবিচার হচ্ছে। যার বিরুদ্ধে আজ গোটা সমাজ রুখে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে মেয়েদের নিরাপত্তা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য রাজ্য সরকার, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সমস্ত রাজনৈতিক দল, সংবাদ মাধ্যম সবার উচিত একত্রিত হয়ে এগিয়ে আসা।
advertisement
advertisement
অন্যদিকে এই প্রথম রবিবার ভাইফোঁটার দিন নিজেকে ‘গৃহবন্দী’ রাখলেন দিলীপ। গতবারের ভাইফোঁটা অনুষ্ঠানেও দলের মহিলা কর্মী সমর্থকদের কাছ থেকে ফোঁটা নিতে দেখা গিয়েছিল বিজেপির প্রাক্তন সাংসদ, রাজ্য সভাপতি তথা দলের প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে। সূত্রের খবর, দিলীপ ঘোষ তাঁর ঘনিষ্ঠমহলে নিজের অভিমানের কথা বলেছেন। কী সেই অভিমান?
‘যখন বোনেদের রক্ষার প্রতিশ্রুতিই রাখতে পারব না তখন আর ভাইফোঁটা নিয়ে কি লাভ?’ দিলীপ ঘনিষ্ঠমহলে এও বলেছেন ‘বাংলার যা পরিস্থিতি তাতে কোনও বোনকে রক্ষার প্রতিশ্রুতি দিতে পারবেন না বলেই এবছর ফোঁটা ‘বয়কট’ এর পথ বেছে নেন তিনি। যদিও সমাজ মাধ্যমে ভাইফোঁটার বার্তা দিতে ভোলেননি প্রবীণ বিজেপি নেতা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CV Ananda Bose: 'বাংলার মেয়েদের সঙ্গে অবিচার হচ্ছে' ভাইফোঁটায় বিশেষ বার্তা রাজ্যপালের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement