CV Ananda Bose: 'বাংলার মেয়েদের সঙ্গে অবিচার হচ্ছে' ভাইফোঁটায় বিশেষ বার্তা রাজ্যপালের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
CV Ananda Bose: ভাইফোঁটায় বিশেষ বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
কলকাতা: ভাইফোঁটায় বিশেষ বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিশেষ বার্তায় বোস লেখেন, “ভাইফোঁটা সমাজে দারুন একটা বার্তা পৌঁছে দেয়, ভাই ও বোনেরা একে অপরের প্রতি তাঁদের সম্পর্কের বন্ধন উদযাপনের ব্রতী হন সকলে। ভাই-বোনের সম্পর্ক এক পবিত্র সম্পর্ক। যে সম্পর্ক আমাদের সযত্নে লালন করা উচিত এবং আগামী দিনেও সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া উচিত সবার মধ্যে।”
রাজ্যপাল একইসঙ্গে লেখেন, “এটা সত্যি, বাংলার মেয়েদের সঙ্গে অবিচার হচ্ছে। যার বিরুদ্ধে আজ গোটা সমাজ রুখে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে মেয়েদের নিরাপত্তা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য রাজ্য সরকার, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সমস্ত রাজনৈতিক দল, সংবাদ মাধ্যম সবার উচিত একত্রিত হয়ে এগিয়ে আসা।
advertisement
advertisement
অন্যদিকে এই প্রথম রবিবার ভাইফোঁটার দিন নিজেকে ‘গৃহবন্দী’ রাখলেন দিলীপ। গতবারের ভাইফোঁটা অনুষ্ঠানেও দলের মহিলা কর্মী সমর্থকদের কাছ থেকে ফোঁটা নিতে দেখা গিয়েছিল বিজেপির প্রাক্তন সাংসদ, রাজ্য সভাপতি তথা দলের প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে। সূত্রের খবর, দিলীপ ঘোষ তাঁর ঘনিষ্ঠমহলে নিজের অভিমানের কথা বলেছেন। কী সেই অভিমান?
‘যখন বোনেদের রক্ষার প্রতিশ্রুতিই রাখতে পারব না তখন আর ভাইফোঁটা নিয়ে কি লাভ?’ দিলীপ ঘনিষ্ঠমহলে এও বলেছেন ‘বাংলার যা পরিস্থিতি তাতে কোনও বোনকে রক্ষার প্রতিশ্রুতি দিতে পারবেন না বলেই এবছর ফোঁটা ‘বয়কট’ এর পথ বেছে নেন তিনি। যদিও সমাজ মাধ্যমে ভাইফোঁটার বার্তা দিতে ভোলেননি প্রবীণ বিজেপি নেতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2024 10:41 PM IST