CV Ananda Bose: উপাচার্য নিয়োগে এক্তিয়ার রাজ্যপালেরই..., সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে দাবি সিভি আনন্দ বোসের 

Last Updated:

CV Ananda Bose: কেরলের একটি মামলার পরিপেক্ষিতে সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, উপচার্য নিয়োগের ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন আচার্য। পাশাপাশি নির্দেশ দেয়, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের এক্তিয়ার নেই।

'এক্তিয়ার রাজ্যপালেরই...'
'এক্তিয়ার রাজ্যপালেরই...'
কলকাতা: উপাচার্য নিয়োগের এক্তিয়ার রয়েছে রাজ্যপালেরই। শুক্রবার রাজভবনে এক অনুষ্ঠানে ফের নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেরলের একটি মামলার পরিপেক্ষিতে সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, উপচার্য নিয়োগের ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন আচার্য। পাশাপাশি নির্দেশ দেয়, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের এক্তিয়ার নেই।
এই বিষয়ে প্রশ্ন করা হলে তার উত্তরে এদিন রাজ্যের প্রসঙ্গ তুলে রাজ্যপাল বলেন- “উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট তার আইনি ব্যাখ্যা দিয়েছে। উপাচার্য নিয়োগের অধিকার আচার্যেরই রয়েছে। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়েছে যে রাজ্য যে কোনও রাজ্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিষয়ে, মূলত উপাচার্য নিয়োগ প্রসঙ্গে কোনওরকম হস্তক্ষেপ করতে পারে না।এটাই আমি বাংলায় আচার্য হিসেবে করেছি। আমি উপাচার্যদের এবং মন্ত্রী কে ডাকি আমি তাদের সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে বলি।”
advertisement
advertisement
কলকাতা হাইকোর্ট ও রায় দেয় রাজ্যপালের এক্তিয়ার রয়েছে। সেই প্রসঙ্গ এবং সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গ টেনে রাজ্যপাল বলেন, “সরকারের উপাচার্য নিয়োগে কোনো এক্তিয়ার নেই, কিন্তু আচার্য্যর ক্ষমতা রয়েছে সিদ্ধান্ত নেওয়ার। আইনিভাবে তিনি উপাচার্য নিয়োগ করতে পারবেন। আমি আইনের পথেই যাব।”
advertisement
প্রসঙ্গত কেরলের কান্নুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে এই সমস্যা  তৈরি হয়েছিল। রাজ্যপালের দ্বারা নিয়োগ করা উপাচার্যের জায়গায় আগের উপাচার্যকে পুনরায় নির্বাচন করার সিদ্ধান্ত নেয় কেরলের রাজ্য সরকার।  উপাচার্যকে পুনরায় নিয়োগ করার সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কেরল সরকার যে কাজটা করেছে, সেটা পুরোপরি অযাচিত। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাজ্যপালের হাতে যে ক্ষমতা আছে, তাতে অকারণেই হস্তক্ষেপ করেছে কেরল সরকার।
advertisement
আর সুপ্রিম কোর্টের এই রায়ই পশ্চিমবঙ্গের জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। কারণ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে একাধিকবার সরাসরি সংঘাতে জড়িয়েছে রাজভবন এবং নবান্ন। রাজ্য সরকারের দাবি, কোনওরকম আলোচনা না করেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিজের পছন্দের লোককে কোনোরকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CV Ananda Bose: উপাচার্য নিয়োগে এক্তিয়ার রাজ্যপালেরই..., সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে দাবি সিভি আনন্দ বোসের 
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement