C V Ananda Bose: সন্দেশখালি নিয়ে নবান্নের থেকে রিপোর্ট চাইলেন রাজ্যপাল, দ্রুত জারি করা হবে বিবৃতি
- Published by:Uddalak B
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
C V Ananda Bose: তবে এ দিন কোও আন্দোলনের দেখা না মিললেও তৃণমূল কংগ্রেস সন্দেশখালি ব্লক নেতা তথা জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারকে ছ’বছরের জন্য সাসপেন্ড করেছে।
কলকাতা: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ডেডলাইন বেঁধে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। শনিবারই রাজভবনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির বিধায়কদের একটি দল গিয়েছিল। বিজেপিj তরফে রাজভবনে যাওয়া হলেও রাজ্যপাল রয়েছেন কলকাতার বাইরেই। তাই রাজ্যপালের সঙ্গে বিরোধী দলনেতার সাক্ষাৎ হয়নি। যদিও রাজভবনের সিঁড়িতে বসেই বিক্ষোভ করেছেন বিজেপির বিধায়করা। রাজভবন সূত্রে খবর, এ দিন রাজভবনে সে অর্থে কোনও আধিকারিকও ছিলেন না। তবে সন্দেশখালীর ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস রিপোর্ট চেয়েছেন নবান্নের থেকে বলেই রাজভবন সূত্রে খবর। বর্তমানে রাজ্যপাল বেঙ্গালুরুতে রয়েছেন। সেখান থেকেই নবান্নের কাছ থেকে এই রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল বলে রাজভবন সূত্রে খবর। পাশাপাশি সন্দেশখালির ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
রাজভবন সূত্রে খবর, রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকদের সঙ্গে সন্দেশখালির ঘটনা নিয়ে কথাও বলেছেন রাজ্যপাল। জানা গিয়েছে, রবিবারের মধ্যেই কলকাতায় ফিরতে পারেন রাজ্যপাল। গত তিনদিন ধরে লাগাতার বিক্ষোভ আন্দোলন হয়ে যাচ্ছে উত্তর ২৪ পরগনা সন্দেশখালিতে। স্থানীয় দুই তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে লাগাতার বিক্ষোভ আন্দোলন চালিয়েছেন এলাকার গ্রামবাসীরা। যদিও শনিবার কোন বিক্ষোভ আন্দোলন দেখা যায়নি সন্দেশখালিতে। শুক্রবার রাত সাড়ে আটটার পর থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছিল সন্দেশখালি এলাকায়। তা নিয়ে গোটা সন্দেশখালি জুড়েই প্রচার করেছে পুলিশ।
advertisement
advertisement
তবে এ দিন কোও আন্দোলনের দেখা না মিললেও তৃণমূল কংগ্রেস সন্দেশখালি ব্লক নেতা তথা জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারকে ছ’বছরের জন্য সাসপেন্ড করেছে। সম্প্রতি শেখ শাহজাহানের ঘটনার পরিপ্রেক্ষিত রাজ্যপাল কড়া মনোভাব নিয়েছিলেন। ইডির আধিকারিকদের মারধরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি, শেখ শাহজাহানকে গ্রেফতারির নির্দেশও দিয়েছিলেন রাজ্যপাল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আলোচনা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ সূত্রের খবর রাজভবনের তরফে সন্দেশখালি ঘটনা নিয়ে আরও বিস্তারিত বিবৃতি জারি করা হতে পারে। তবে আপাতত রিপোর্ট যাওয়া হয়েছে নবান্নের থেকে৷
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2024 4:33 PM IST