সন্ধ্যে বাড়তেই ভিড় উপচে পড়ছে পার্কস্ট্রিটে, বর্ষবরণে রঙিন তিলোত্তমা

Last Updated:

কারও মাথায় ঝলমলে লাল সিংয়ের হেয়ার ব্যান্ড, আবার কারও মাথায় ফুল দিয়ে লাইট লাগানো হেয়ার ব্যান্ড, কেউ আবার পরেছেন খরগোশের কান বা মিকি মাউসের হেয়ার ব্যান্ড।

#কলকাতা: বর্ষ বরণে সেজে উঠেছে পার্কস্ট্রিট-সহ গোটা শহর। মানুষের ঢল নেমেছে রাস্তায়। সন্ধ্যে থেকে রাত এগোতে রাস্তায় যেন জন জোয়ার। আলো ঝলমল পার্ক স্ট্রিটে কেউ এসেছেন প্রিয়জনের সঙ্গে, কেউ এসেছেন পরিবারের সঙ্গে। কেউ এসেছে বন্ধুদের সঙ্গে। সঙ্গে পার্কস্ট্রিটে রেস্তঁরাগুলিতেও উপচে পড়ছে ভিড়।
কারও মাথায় ঝলমলে লাল সিংয়ের হেয়ার ব্যান্ড, আবার কারও মাথায় ফুল দিয়ে লাইট লাগানো হেয়ার ব্যান্ড, কেউ আবার পরেছেন খরগোশের কান বা মিকি মাউসের হেয়ার ব্যান্ড। অ্যালেন পার্ক থেকে পার্কস্ট্রিট মোড়  সর্বত্র আলোর রোশনাইয়ে সেজে উঠেছে৷  ক্রিসমাস ট্রি, জিঙ্গল বেলের সুরে ও নানা রঙের আলোর খেলায় মেতে উঠেছে পার্কস্ট্রিট। কেউ কেউ সেই মুহুর্ত সেলফিবন্দী করছেন। কেউ বা ক্যামেরায় পোজ দিচ্ছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: কাপড়ের ট্রাঙ্ক থেকে বেরল মহিলার পচাগলা দেহ, ঘনাচ্ছে রহস্য
তবে পার্কস্ট্রিটে সাধারণ মানুষের নিরাপত্তা কথা মাথায় রেখে কলকাতা পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। শহরে নিরাপত্তার কথা মাথায় রেখে মোতায়েন রয়েছেন  ২ হাজার ৫০০ পুলিশ কর্মী।  এছাড়া বছরের শুরুতে ২হাজার ৩০০ পুলিশ কর্মী মোতায়েন রাখার ব্যবস্থা রাখা হচ্ছে। মোতায়েন করা রয়েছে সাদা পোষাকের পুলিশও। ভিড়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ ভাবে নজরদারি চালাচ্ছে পুলিশ। ওয়াচ টাওয়ার থেকে দূরবীন এবং ভিডিও ক্যামেরা মাধ্যমে কলকাতা পুলিশ নজরদারি চালাচ্ছে। রয়েছে প্রচুর সিসি ক্যামেরা।
advertisement
পুলিশ সূত্রে খবর, শহর জুড়ে বর্ষবরণে দিন হাই রেডিও ফ্লাইং স্কোয়াড ১২ টি,  পিসিআর ভ্যান ৫৮ টি , বিশেষ ভাবে পার্ক স্ট্রিটের জন্য পিসিআর ভ্যান ২২টি। স্পেশাল কুইক রেসপন্স টিম দু’টি রয়েছে। এর মধ্যে একটি পার্ক স্ট্রিটে ও অন্যটি  মিডিলটন রো-তে রাখা রয়েছে । রয়েছে ওয়াচ টাওয়ার ১১টি, অ্যাম্বুলেন্স ৭টি এবং মোটরসাইকেল পেট্রোলিংয়ের জন্য ২০ টি মোটরসাইকেল রয়েছে। বছরের শেষে ৬টি সেক্টরে ভাগ করা হয়েছে গোটা এলাকাকে । এ ছাড়া বছরের শুরু দিন ৪টি সেক্টরে ভাগ করা হয়েছে ।
advertisement
১৫টি পুলিশ সহায়তা কেন্দ্র থাকছে। বিশেষ নজরদারির জন্য ১১ জন্য ডিসি পদমর্যাদার অফিসার  থাকছেন । ৭ জন ডিসি পদমর্যাদার অফিসার দায়িত্বে থাকবেন বছরে শুরুর দিন । নাকা চেকিং পয়েন্ট করা হচ্ছে ৯৭টি।পথ চলতি মানুষের যাতে সমস্যা না হয় তার জন্য গার্ড রেল দিয়ে ঘিরে রাখা হয়েছে রাস্তার দুপাশে।
পথ চলতি মানুষ পার্কস্ট্রিটে রাস্তায় হেঁটে সুন্দর মুহূর্তে ছবি ক্যামেরা বন্দী করছেন।পার্কস্ট্রিট জুড়ে রাস্তার দু’পাশে পাব, বার, রেস্তরাঁয় ভিড় রয়েছে দেখার মতো। এছাড়া পার্কস্ট্রিট মোড়ে মানুষের জন জোয়ার। সন্ধ্যে থেকে রাত যত এগচ্ছে ততই বাড়ছে  ভিড়। আট থেকে আশি, সকলেই খুশি বর্ষ বরণের আনন্দে।
advertisement
ARPITA HAZRA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সন্ধ্যে বাড়তেই ভিড় উপচে পড়ছে পার্কস্ট্রিটে, বর্ষবরণে রঙিন তিলোত্তমা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement