বর্ষবরণের রাতে 'কড়া' লালবাজার, বেগালাম গাড়ি রুখতে শহরজুড়ে নাকা চেকিং

Last Updated:

বেপরোয়া গাড়ি ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় গ্রেফতার বেশ কয়েকজন

#কলকাতা: বছরের শেষে শহরের বিভিন্ন জায়গায় পার্টি বা ফেস্টিভ মুডে বাড়ে বেপরোয়া গাড়ির দাপট।  শনিবার রাতেও সেই দাপট দেখে কড়া হাতে রুখল কলকাতা পুলিশ। শুধুই যে বেপরোয়া গাড়ি তা নয়, মদ্যপ অবস্থায় চালকও মিলল শহরের রাস্তায়।
কলকাতা পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল শহরের বিভিন্ন জায়গায় বছরের শেষে বেপরোয়া হলেই লাগাম শক্ত করবে। সেই মতো রাত বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ে শহরের বুকে বেপরোয়া গাড়ির দাপট,  কখনও গাড়ির চালক মদ্যপ তো কখনো হেলমেটহীন বাইক চলছে শহরের বুকে। বেশ কিছু জায়গায় এই ধরনের ঘটনা কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট থেকে কর্তব্যরত পুলিশ অফিসারদের নজরে আসতেই রাতের দিকে নাকা চেকিং পয়েন্ট করে শুরু হয় ধরপাকড়।
advertisement
advertisement
লালবাজারের দেওয়া হিসাব অনুযায়ী গতবছরের শেষ রাতে বেপরোয়া গাড়ির চালকের সংখ্যা ১৮৭ জন, মদ্যপ অবস্থায় গাড়ি চালকের সংখ্যা ১৭৯ জন, হেলমেট ছাড়া চালকের সংখ্যা ১৪৮ জন, দুইজনের বেশি বাইক আরোহীর সংখ্যা ৯৫,  এছাড়াও অন্যান্য অভিযোগের ভিত্তিতে ৫৫ জনকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। এছাড়াও পুলিশ  বেআইনি মদ বাজেয়াপ্ত করে ৮০ লিটার।
advertisement
শনিবার রাত থেকে রবিবার মধ্য রাত পর্যন্ত নজরদারিতে অনেকটাই দুর্ঘটনা কমানো গেছে বলে মনে করছেন লালবাজারের একাংশ। যদিও কলকাতা পুলিশের তরফে আগাম সর্তকতা ও সাবধানতা করা হয়েছিল, যেমন পার্কস্ট্রিট চত্বর ছাড়াও শহরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোয় বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়, সেই সমস্ত পুলিশ কর্মীদের নজরদারির জন্য দায়িত্ব দেওয়া হয় একগুচ্ছ IPS পদমর্যাদার অফিসারদের। যদিও বছরের শেষের দিকে অথবা শুরুর দিনে প্রগতি ময়দান থানা এলাকায় বেপরোয়া গাড়ির গতিতে আহত হন এক ট্রাফিক পুলিশের কনস্টেবল। ওইদিনই বাইপাসের ধারে অজয়নগরের কাছে একটি গাড়ি ভোরের দিকে ডিভাইডারে ধাক্কা মারে, ফলে আরোহী তিনজন অক্ষত থাকলেও গাড়িটির ব্যাপক ক্ষতি হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বর্ষবরণের রাতে 'কড়া' লালবাজার, বেগালাম গাড়ি রুখতে শহরজুড়ে নাকা চেকিং
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement