Netaji Nagar Old Man Death: বেছে নিয়েছিলেন একাকী জীবন, বাড়িতে কারও প্রবেশ নিষেধ! নেতাজি নগরে কোটিপতি বৃদ্ধের মর্মান্তিক পরিণতি

Last Updated:

আশুতোষ বাবুর স্ত্রীর বহু বছর আগেই মৃত্যু হয়েছে৷ তাঁর ছেলে দিল্লিতে এবং মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন৷ একসময় প্রিন্টিং ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও বয়স বাড়ায় একাই নেতাজি নগরের বাড়িতে থাকতেন ওই বৃদ্ধ৷

নেতাজি নগরের এই বাড়ি  থেকেই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার৷
নেতাজি নগরের এই বাড়ি থেকেই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার৷
কলকাতা: কোটি কোটি টাকার সম্পত্তি৷ নেতাজি নগরে চারতলা বাড়িই প্রাণ ছিল বছর ৭৮-এর বৃদ্ধ আশুতোষ দাসের৷ বাড়িতে কার্যত কারও প্রবেশ নিষিদ্ধ করে রেখেছিলেন তিনি৷ আর একা একা থাকার এই সিদ্ধান্তই শেষ পর্যন্ত বিপদ ডেকে আনল৷
তিন দিন নিখোঁজ থাকার পর নেতাজি নগরের বাড়ি থেকেই উদ্ধার হল আশুতোষ দাসের নামে ওই বৃদ্ধের পচাগলা দেহ৷ এ দিন সকালে পুরসভার একশো দিনের কর্মীরা জঞ্জাল সংগ্রহে এসে বাড়ির সিঁড়ির ঘর থেকে রক্ত জাতীয় তরল বেরোতে দেখেন৷ ডাকাডাকি করেও ওই বৃদ্ধের সাডা় না পাওয়ায় শেষ পর্যন্ত স্থানীয় পুরপ্রতিনিধিকে খবর দেওয়া হয়৷ এর পরই খবর যায় নেতাজি নগর থানায়৷ পুলিশ এসে দরজা ভেঙে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করে৷
advertisement
advertisement
জানা গিয়েছে, আশুতোষবাবুর স্ত্রীর বহু বছর আগেই মৃত্যু হয়েছে৷ তাঁর ছেলে দিল্লিতে এবং মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন৷ একসময় প্রিন্টিং ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও বয়স বাড়ায় একাই নেতাজি নগরের বাড়িতে থাকতেন ওই বৃদ্ধ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেভাবে প্রতিবেশী কারও সঙ্গেই তিনি মিশতেন না তিনি৷ পাড়ার বাসিন্দাদের সঙ্গে যোগাযোগও রাখতেন না৷ এমন কি, বাড়িতে কেউ প্রবেশ করুন, তা অপছন্দ ছিল ওই বৃদ্ধের৷ আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ থাকলেও তাঁরা কেউ বাড়িতে আসতেন না৷ শুধু তাই নয়, একা থাকলেও বাড়িতে কোনও পরিচারক বা রান্নার লোকও রাখেননি আশুতোষবাবু৷ সব কাজ একাই করতেন তিনি৷ ব্যস্ত থাকতেন বাড়ির বাগান পরিচর্যায়৷
advertisement
পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, নেতাজি নগরের রাজা এস সি মল্লিক রোডের বাড়ি সহ ওই বৃদ্ধ কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক৷ এ দিন মৃত্যুর খবর পেয়ে তাঁর শ্যালক প্রণব নাগ নেতাজি নগরের বাড়িতে আসেন৷ খবর পাঠানো হয়েছে বৃদ্ধের ছেলেমেয়েকে৷ বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কোনও অস্বাভাবিকতা আছে কি না, তা জানতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷
advertisement
কোটি কোটি টাকার সম্পত্তি৷ নেতাজি নগরে চারতলা বাড়িই প্রাণ ছিল বছর ৭৮-এর বৃদ্ধ আশুতোষ দাসের৷ বাড়িতে কার্যত কারও প্রবেশ নিষিদ্ধ করে রেখেছিলেন তিনি৷ আর একা একা থাকার এই সিদ্ধান্তই শেষ পর্যন্ত বিপদ ডেকে আনল৷
তিন দিন নিখোঁজ থাকার পর নেতাজি নগরের বাড়ি থেকেই উদ্ধার হল আশুতোষ দাসের নামে ওই বৃদ্ধের পচাগলা দেহ৷ এ দিন সকালে পুরসভার একশো দিনের কর্মীরা জঞ্জাল সংগ্রহে এসে বাড়ির সিঁড়ির ঘর থেকে রক্ত জাতীয় তরল বেরোতে দেখেন৷ ডাকাডাকি করেও ওই বৃদ্ধের সাডা় না পাওয়ায় শেষ পর্যন্ত স্থানীয় পুরপ্রতিনিধিকে খবর দেওয়া হয়৷ এর পরই খবর যায় নেতাজি নগর থানায়৷ পুলিশ এসে দরজা ভেঙে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করে৷
advertisement
জানা গিয়েছে, আশুতোষ বাবুর স্ত্রীর বহু বছর আগেই মৃত্যু হয়েছে৷ তাঁর ছেলে দিল্লিতে এবং মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন৷ একসময় প্রিন্টিং ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও বয়স বাড়ায় একাই নেতাজি নগরের বাড়িতে থাকতেন ওই বৃদ্ধ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেভাবে প্রতিবেশী কারও সঙ্গেই তিনি মিশতেন না তিনি৷ পাড়ার বাসিন্দাদের সঙ্গে যোগাযোগও রাখতেন না৷ এমন কি, বাড়িতে কেউ প্রবেশ করুন, তা অপছন্দ ছিল ওই বৃদ্ধের৷ আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ থাকলেও তাঁরা কেউ বাড়িতে আসতেন না৷ শুধু তাই নয়, একা থাকলেও বাড়িতে কোনও পরিচারক বা রান্নার লোকও রাখেননি আশুতোষবাবু৷ সব কাজ একাই করতেন তিনি৷ ব্যস্ত থাকতেন বাড়ির বাগান পরিচর্যায়৷
advertisement
পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, নেতাজি নগরের রাজা এস সি মল্লিক রোডের বাড়ি সহ ওই বৃদ্ধ কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক৷ এ দিন মৃত্যুর খবর পেয়ে তাঁর শ্যালক প্রণব নাগ নেতাজি নগরের বাড়িতে আসেন৷ খবর পাঠানো হয়েছে বৃদ্ধের ছেলেমেয়েকে৷ বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কোনও অস্বাভাবিকতা আছে কি না, তা জানতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Netaji Nagar Old Man Death: বেছে নিয়েছিলেন একাকী জীবন, বাড়িতে কারও প্রবেশ নিষেধ! নেতাজি নগরে কোটিপতি বৃদ্ধের মর্মান্তিক পরিণতি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement